IBPS PO score card, mark sheet: অবশেষে প্রতীক্ষার অবসান। দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) প্রকাশ করল প্রোবেশনারি অফিসার (পিও) এবং ম্যানেজমেন্ট ট্রেনি। পরীক্ষার্থীরা আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ গিয়ে তাঁদের মার্কশিট ও স্কোরকার্ড দেখা যাবে। পরীক্ষাটি হয়েছিল ৩০ নভেম্বর ২০১৯-এ।
আরও পড়ুন: দু’বছরে দ্বিগুণ দেশদ্রোহিতার মামলা,
যারা মেইনস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই পরবর্তী ইন্টারভিউয়ের জন্য সুযোগ পাবেন। বিবৃতি অনুযায়ী এই পরীক্ষাটি সংগঠিত করবে আইবিপিএস। সেখানে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটি হবে। পরবর্তী জানিয়ে দেওয়া হবে সেই তারিখ।
কীভাবে আবেদন করবেন?
* আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ যান
* হোমপেজের ‘Click here to view scorecard..’ অপশনটিতে ক্লিক করুন
* একটি নতুন পেজ খুলবে
* সেখানে নিজের ক্রেডেনসিয়াল দিয়ে লগ-ইন করতে হবে
* স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট। সেখানে থাকবে ডাউনলোড করার অপশনও
ইন্টারভিউতে নূন্যতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। মেইনস পরীক্ষা এবং ইন্টারভিউ নম্বরের অনুপাত ৮০:২০। মোট ৪৩৩৬টি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষাটি সম্পন্ন হয়েছিল।
Read the story in English