/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/eci-jobs.jpg)
নির্বাচন কমিশনে কর্মী নিয়োগ করা হবে।
এবার ভারতের নির্বাচন কমিশনে কর্মী নিয়োগ করা হবে। ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে এই কর্মী নিয়োগ করা হবে। নির্বাচন কমিশনে এই চাকরির জন্য ভারতের যে কোনও রাজ্যের নাগরকিরা আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
VC Operator পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের হিন্দি ও ইংরেজি ভাষা লিখতে এবং বলতে পারা চাই। এছাড়াও চাকরিপ্রার্থীদের সফটওয়্যার বেসড ভিডিও কনফারেন্সিংয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন- কেন্দ্রের AIIMS-এ কর্মী নিয়োগ, নজরকাড়া এই চাকরিতে আবেদনের যোগ্য কারা?
Network Engineer পদেও কর্মী নিয়োগ করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রেও আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। একইসঙ্গে আবেদনকারীদের সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট সার্টিফায়েড হতে হবে।
Hardware Engineer পদেও কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির ক্ষেত্রে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনকারীদের কম্পিউটারের মাদারবোর্ড, প্রসেসর-সহ অন্য পার্টস রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন- মাইনে জানলে মাথা ঘুরে যাবে! ভারত সরকারের ক্রীড়া মন্ত্রকে কর্মী নিয়োগ
বেতন-
উপরোক্ত প্রতিটি চাকরিতেই মাসে ৩৯ হাজর টাকা বেতন মিলবে।
আরও পড়ুন- লেখা পরীক্ষার বালাই নেই! ইন্টারভিউ ডিঙোলেই পোস্ট অফিসের ব্যাঙ্কে চাকরি পাকা!
আবেদন পদ্ধতি-
চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com দেখতে পারেন। এছাড়াও এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি দেখতে ক্লিক করুন- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/186f560fb23224ca81dc7f6bc701bf65ea5b6a55df49dc460fa06ae692c880da.pdf
আরও পড়ুন- স্বনামধন্য সংস্থা TATA-য় এযেন ‘সোনার চাকরি’! আবেদনের যোগ্য কারা?
আবেদনের শেষ তারিখ-
আগামী ২৭ জুন, ২০২৩-এর মধ্যে উপরোক্ত চাকরিগুলির জন্য আবেদন করতে হবে।