Advertisment

BSF Constable Post Vacancy 2019: মাধ্যমিক পাশ করলেই ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ

Border Security Force (BSF) Constable Vacancies 2019: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়ার কাজ। নভেম্বরের ৭ তারিখ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে প্রার্থীদের কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
BSF Recruitment, BSF jobs

মাধ্যমিক পাশ করলেই ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ

BSF Constable Vacancy 2019 Age Limit, Selection Process: ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতে চান? অথচ সার্টিফিকেট বলতে হাতে শুধু মাধ্যমিকের রেজাল্ট? সেই সকল আগ্রহী প্রার্থীদের জন্য দারুণ সুযোগ! ১৩৫৬টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়ার কাজ। নভেম্বরের ৭ তারিখ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে প্রার্থীদের কাছে। বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট bsf.nic.in-এ গিয়ে আবেদন করতে হবে।

Advertisment

আরও চাকরির খবর পড়ুন, এখানে

তবে আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। যেমন,

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীদের কাছে মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট থাকা আবশ্যক।

বয়স:

আগস্ট মাসের ১ তারিখ অবধি বয়স হতে হবে ২৩ বছর। এটিই বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা।

আরও পড়ুন- মাধ্যমিক পাশ করলেই কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ

কীভাবে আবেদন করবেন?

উপরিউক্ত পদের জন্য প্রার্থীদের বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট bsf.nic.in এ গিয়ে আবেদন করতে হবে এবং অবশ্যই তা ১৪ নভেম্বরের মধ্যে।

* প্রথমে bsf.nic.in সাইটটিতে যান
* এরপর ‘application process’ লিঙ্কটিতে ক্লিক করুন
* নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য পূরণ করুন
* প্রয়োজনীয় নথি আপলোড করুন
* এরপর সাবমিট বাটনটি ক্লিক করুন
* ফর্মটি ডাউনলোড করে তার একটি প্রিন্ট আউট রাখুন পরবর্তীর জন্য

Read the full story in English

Indian army
Advertisment