BSF recruitment 2019: মাসিক বেতন ৮১ হাজার, চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন

অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হবে ১৪ মে, ২০১৯ দুপুর ১টার পর থেকে। আবেদন করা যাবে ১২ জুন ২০১৯ অবধি।

অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হবে ১৪ মে, ২০১৯ দুপুর ১টার পর থেকে। আবেদন করা যাবে ১২ জুন ২০১৯ অবধি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

BSF Head Constable Recruitment 2019 Notification:

বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এ চাকরির সুযোগ। রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক পদে প্রধান কনস্টেবলের জন্য আগ্রহী প্রার্থীরা (মহিলা ও পুরুষ) বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট bsf.nic.in এর মাধ্যমে আবেদন করতে পারবে।

Advertisment

অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হবে ১৪ মে, ২০১৯ দুপুর ১টার পর থেকে। আবেদন করা যাবে ১২ জুন ২০১৯ অবধি। মাসিক বেতন ৮১হাজার টাকা অবধি সাথে থাকবে অন্যান্য ভাতাও।

শূন্যপদের বিবরন-

সর্বমোট ১০৭২টি শূন্যপদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবে।

আরও চাকরির খবর পড়ুন

BSF Head Constable Recruitment 2019 Notification: Exam dates

ওএমআর বেসড স্ক্রিনিং টেস্ট- ২৮ জুলাই

পিএসটি,পেট এবং ডকুমেন্টেশন- ৯ অক্টোবর

ডেসক্রিপটিভ টেস্ট- ২৪ নভেম্বর

ফাইনাল মেডিক্যাল টেস্ট- ৩০ জানুয়ারী, ২০২০

BSF Head Constable Recruitment 2019 Notification: Eligibility

বয়সসীমা:-

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। ওবিসিদের ক্ষেত্রে বয়সসীমা ২৮ এবং এসসি, এসটিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারে ৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা:-

Advertisment

দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ৬০% নম্বর নিয়ে পাশ প্রার্থীরাই আবেদন করতে পারবে অথবা রেডিও, টেলিভিশন, জেনারেল ইলেক্ট্রনিক্সের উপর দু'বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

বেতনক্রম:-

পদের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ২৫৫০০ টাকা থেকে ৮১০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে, সঙ্গে থাকবে অন্যান্য ভাতাও।

BSF Head Constable Recruitment 2019 Notification: How to apply

১. আবেদন করার জন্য প্রথমে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট bsf.nic.in এ যান

২. হোমপেজের নিচের দিকে "recruitment" অপশনটিতে ক্লিক করুন

৩. পরবর্তীতে "the post of HC (RO) and HC (RM)" বিজ্ঞাপনটিতে ক্লিক করুন

৪. নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্টার করুন

৫. নিজের ছবিসহ ফর্মটি পূরণ করুন

৬. পেমেন্টের মধ্য দিয়ে প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করুন।

বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- bsf.nic.in

Read the full story in English

Government Jobs