Advertisment

BSNL Recruitment 2019: রাষ্ট্রীয় টেলিকম সংস্থায় শূন্য পদে কর্মী নিয়োগ

BSNL Recruitment 2019, Notification Released @bsnl.co.in:২৪,৯০০ থেকে ৫০,৫০০ মধ্যে থাকবে মাসিক বেতন। বছরে বেতনের ৩ শতাংশ বার্ষিক বৃদ্ধি করা হবে। পাশাপাশি মেডিকেল, ঘর ভাড়া পাবে উপযুক্ত কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
BSNL Chhota Pack, BSNL Freedom Offer:

২০১৮ সালের ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন।

BSNL Recruitment 2019: Vacancy for 300 Management Trainee Posts: রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL কর্মী নিয়োগ করবে আগামী বছরে। প্রায় ৩০০ ম্যানেজার পদের জন্য নিয়োগ করা হবে বলে জানিয়েছে সংস্থা। আগ্রহী পার্থী পরীক্ষায় উত্তীর্ন হয় তবেই এই চাকরীর জন্য উপযুক্ত হবেন। উল্লেখিত প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে হবে: www.bsnl.co.in

Advertisment

২০১৮ সালের ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন। সেদিন থেকেই সক্রিয় হবে ওয়েবসাইট। অনলাইন আবেদন করার সময়সীমা থাকবে এক মাস। অর্থাৎ ২৬ জানুয়ারি ২০১৯ সাল পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন পদ্ধতি। বিএসএনএল গত বছরও একই পোস্টের জন্য কর্মী নিয়োগ ঘোষণা করেছিল, যা পরবর্তীকালে বাতিল হয়ে যায়। সেই একই পদের জন্য এবার ফের ঘোষণা করল বিএসএনএল।

আরও পড়ুন:শিক্ষকতা করতে চান? আবেদন করুন এই লিঙ্কে

৩০০ টি শূন্য পদে ১৫০ টি কোম্পানির অভ্যন্তরীণ কর্মীদের মাধ্যমে পূর্ণ করা হবে। বাকি ১৫০ টি পদের জন্য পরীক্ষার বন্দোবস্ত করা হবে। অবশিষ্ট আসনের মধ্যে সংরক্ষিত থাকবে নির্ধারিত জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য।

OC – ৭৬

SC – ২৩

ST – ১১

OBC – ৪০

PwD – ৬

বেতন: ২৪,৯০০ থেকে ৫০,৫০০ টাকার মধ্যে থাকবে মাসিক বেতন। বছরে বেতনের তিন শতাংশ বৃদ্ধি করা হবে। পাশাপাশি মেডিকেল, ঘর ভাড়া পাবেন উপযুক্ত কর্মীরা।

পরীক্ষা পদ্ধতি: লিখিত পরীক্ষা হবে, তবে তা অনলাইন মাধ্যমে। পরীক্ষার সময়সীমা থাকবে তিন ঘণ্টা। সমস্ত প্রশ্ন এমসিকিউ প্যাটার্ন-এর হবে। অবশ্যই এই পদ্ধতিতে থাকবে নেগেটিভ মার্কিং। তিনটি বিভাগ থাকবে প্রশ্নপত্রের। প্রতি বিভাগের নম্বর ১৫০। প্রশ্নের তিনটি বিভাগ যথাক্রমে - ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড, কগনিটিভ অ্যাবিলিটি, টেকনিকাল নলেজ।

বিভাগ অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সর্বনিম্ন ৪০ শতাংশ, ওবিসি ক্যাটেগরির জন্য সর্বনিম্ন ৩৬ শতাংশ এবং এসসি বা এসটি প্রার্থীদের জন্য সর্বনিম্ন ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।

লিখিত পরীক্ষার পর, প্রার্থীদের মধ্যে একটি গ্রুপ আলোচনা এবং ব্যক্তিগত সাক্ষাৎকার দিতে হবে।যার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

চাকরির যাবতীয় খবরের জন্য ক্লিক করুন

পরীক্ষার ফি: প্রার্থীকে আবেদন ফি হিসাবে ২,২০০ টাকা দিতে হবে। এসসি বা এসটি বিভাগের প্রার্থীকে ১,১০০ টাকা দিতে হবে।

নির্বাচিত প্রার্থীদের ৫২ সপ্তাহের চাকরির প্রশিক্ষণ সহ দুই বছরের জন্য প্রোবেশন-কাম-প্রশিক্ষণ বন্ডের মাধ্যমে নিয়োগ করা হবে।

Read the full story in English

bsnl
Advertisment