এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই আবেদনের যোগ্য। রাজ্যের স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রয়োজনীয়, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা-সহ বিস্তারিত আরও নানা তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'ডেটা এন্ট্রি অপারেটর' নিয়োগ করা হবে। জিইএম এবং ই-টেন্ডারিংয়ের কাজের জন্য 'ডেটা এন্ট্রি অপারটের' পদে কর্মী নিয়োগ করবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপাতত দুটি পদে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে।
আরও চাকরির খবর- মাইনে জানলে মাথা ঘুরে যাবে! কেন্দ্রের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
এই পদে চাকরির জন্য আবেদনকারীদের বিসিএ/বিএসসি (কম্পিউটার সায়েন্স) /অনার্স স্নাতক প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। ই-টেন্ডার, এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্টের জ্ঞান থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। DOEACC 'O' লেভেল শাংসাপত্র থাকা প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও চাকরির খবর- H.S পাশেই উচ্চ বেতনের চাকরি! কর্মী নিয়োগ রাজ্যের স্বাস্থ্য বিভাগে
বয়সসীমা ও বেতন:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'ডেটা এন্ট্রি অপারেটর' পদে নিয়োগের জন্য আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই পদে নিয়োগ মিললে প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন মিলবে।
এই চাকরির ক্ষেত্রে আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে হলে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- www.caluniv.ac.in