scorecardresearch

পুলিশে বিপুল নিয়োগ, দ্রুত আবেদন করুন, সুযোগ ফসকে না যায়!

এই পদে চাকরিতে শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে? জেনে নিন বিস্তারিতভাবে।

capf medical officers recruitment notification
পুলিশ বিভাগে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ।

এবার কেন্দ্রীয় সরকারের আর্মড পুলিশ ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দার ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদে চাকরির ক্ষেত্রে আবেদনের সুযোগ মিলবে। কারা আবেদন করতে পারবেন, এই পদে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাই বা কতটা লাগবে, বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনটি পড়ে।

কেন্দ্রীয় সরকারের আর্মড পুলিশ ফোর্সে Super Specialist Medical Officer পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপাতত পাঁচটি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Medicine (M.B.B.S) Graduate ডিগ্রি থাকলেই পদে চাকরির জন্য আবেদন করা যাবে। কেন্দ্রীয় সরকারের আর্মড পুলিশ ফোর্সে এই পদে চাকরির ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

আরও পড়ুন- মাসে ১৪ হাজারের বেতনের চাকরি, রাজ্যেরই এক DM অফিসে শীঘ্রই নিয়োগ

এছাড়াও Specialist Medical Officer-এর ১৮৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিক্যালের ডিগ্রি থাকলেই এই পদে চাকরির জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে সুবিধা মিলবে। এই পদে চাকরির জন্য প্রার্থীদের ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আরও পড়ুন- মাসে ৩১ হাজার টাকা বেতনের চাকরি, ISI-এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

এছাড়াও Medical Officer পদেও ১০৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। আইএমএ স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিক্যালে ডিগ্রি থালে এই পদে চাকরির জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে চাকরির জন্য ৫০ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

কীভাবে আবেদন করবেন?

নিচে দেওয়া লিংক ক্লিক করে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। এরপর রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, ইমেল আইডি, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় সব তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে। ২০২৩-এর ১৬ মার্চের মধ্যে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন জানাতে হবে।

অ্যাপ্লাই করুনhttps://recruitment.itbpolice.nic.in/registrations/applicant-signup এই লিংকে ক্লিক করে।

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Capf medical officers recruitment notification