দেশজুড়ে নানান বিভাগে শুরু হয়েছে নিয়োগ। এবছর হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ভারত সরকারের তরফে। ভারত সরকার অধীনস্থ পারমাণবিক শক্তি বিভাগে শুরু হয়েছে গ্রুপ সি নিয়োগ। দেশের তিনটি বৃহৎ পরমাণু কেন্দ্র চলবে নিয়োগের প্রক্রিয়া। জেনে নিন বিস্তারিত।
নানা পদে আবেদন করা যাবে। এমনকি ন্যুনতম যোগ্যতার ভিত্তিতে যে কেউ আবেদন করতে পারবেন। মাত্র মাধ্যমিক পাশ এবং দেশের যেকোনও স্থান থেকে মানুষ আবেদন করতে পারবেন।
১) পদের নাম :- স্টেনোগ্রাফার ( গ্রেড থ্রি )
যোগ্যতা :
- মাধ্যমিকে কম করে ৫০% নম্বর
- ইংরেজি ভাষা ৮০ শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা
বয়স :- ১৮ থেকে ২৭ বছর হতেই হবে।
বেতন :- ২৫,৫০০ টাকা।
২) পদের নাম :- ড্রাইভার
যোগ্যতা :
- দশম শ্রেণীতে ৫০% নম্বর
- বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা
- মোটর মেকানিজমে অভিজ্ঞতা
- তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভাল।
বেতন :- ১৯,৯০০ টাকা
বয়স :- ১৮ থেকে ২৭ বছর
বিশেষ উল্লেখ্য :- ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। গাড়ি সংক্রান্ত নানা বিষয় জানা থাকলে ভাল।
৩) পদের নাম :- ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ( নন – গেজেটেড )
যোগ্যতা :
দশম শ্রেণীতে পাশ করলেই চলবে। তবে সাধারণ জ্ঞানে দক্ষ হতে হবে।
বয়স :- ১৮ থেকে ২৭ বছর।
বেতন :- ১৮,০০০ টাকা।
পরীক্ষার নির্বাচন – তিনটি পদের জন্য ভিন্ন আয়োজন করা হয়েছে। এ্যাডভান্স টেস্ট এবং প্রিলিম টেস্টের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।
বিশেষ উল্লেখ্য:-
- ডিপার্টমেন্টের পরীক্ষার মধ্যেই পদোন্নতি হবে।
- পরিবারকে মেডিক্যাল সুবিধা দেওয়া হবে।
- ইনসেনটিভ দেওয়া হবে।
- ট্রাভেল কনসেশন দেওয়া হবে।
আবেদনের সাইট :- https://recruit.barc.gov.in – অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ :- ৩১ জুলাই, ২০২২
আবেদনের ফি :- ১০০ টাকা।