Advertisment

মাধ্যমিক পাশ করলেই সিআইএসএফে চাকরির সুযোগ! বেতন ৬৯ হাজার টাকা পর্যন্ত

নির্বাচিত হতে গেলে প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিআইএসএফ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এ ৯১৪টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কনস্টেবল পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট cisf.gov.in অথবা cisfrectt.in-এর মাধ্যমে আবেদন করতে হবে।

Advertisment

উক্ত পদের জন্য নির্বাচিত হতে গেলে প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষাটি হবে মাল্টিপল চয়েস বেসড। সেই পরীক্ষায় প্রার্থীদের পেতে হবে অন্তত ৩৫ শতাংশ নম্বর। সংরক্ষিত প্রার্থীদের পেতে হবে ৩৩ শতাংশ নম্বর।

আরও চাকরির খবর পড়ুন এখানে

শিক্ষাগত যোগ্যতা:

আগ্রহী প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

বয়সক্রম:

প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর, সর্বোচ্চ ২৩ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

* সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইট cisf.gov.in-এ যেতে হবে

* হোমপেজের রিক্রুটমেন্ট অপশনটিতে ক্লিক করুন

* একটি নতুন পেজ খুলে যাবে, যেখানের অ্যাপ্লিকেশন লিঙ্কটিতে ক্লিক করতে হবে

* নতুন রেজিস্ট্রেশন করার অপশনটিতে ক্লিক করুন

* ফর্ম ফিল আপ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন

* পেমেন্টের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন

আবেদনের ফি:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ১০০ টাকা ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনের সময়

বেতনক্রম:

উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাতা ছাড়া বেতনক্রম হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

Read the full story in English

Government Jobs
Advertisment