ক্রমশ কমছে সিভিল সার্ভিসে চাকরির সুযোগ

ভারতে সবচেয়ে কাঙ্খিত চাকরিগুলির মধ্যে একটি হল এই সিভিল সার্ভিস। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই শূন্যপদের সংখ্যা কমেছে।

ভারতে সবচেয়ে কাঙ্খিত চাকরিগুলির মধ্যে একটি হল এই সিভিল সার্ভিস। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই শূন্যপদের সংখ্যা কমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতিবছর আজকের এই দিনটিকে অর্থাৎ ২১ এপ্রিল সিভিল সার্ভিস ডে হিসেবে পালন করা হয়। দেশের এই করোনা পরিস্থিতিতে সরকারি কর্মীদের (সিভিল সার্ভেন্ট) কর্মতৎপরতা নিয়ে প্রশংসা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ জানান তাঁদের পরিবারবর্গকেও।

Advertisment

প্রধানমন্ত্রী লেখেন, "আজ সিভিল সার্ভিস দিবসে আমি সমস্ত সরকারি কর্মী এবং তাঁদের পরিবারকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে ভারতের এই লড়াইকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমি কুর্নিশ জানাচ্ছি। দিনের সর্বক্ষণ তাঁরা কাজ করে যাচ্ছেন সকলকে সুরক্ষিত রাখতে।" মোদী আরও বলেন, "এই সিভিল সার্ভিস দিবসে আমি সর্দার প্যাটেলকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। যিনি এই প্রশাসনিক পরিকাঠামো এবং প্রগতিশীল ভারত তৈরি করতে সহায়তা করেছিলেন।"

Advertisment

উল্লেখ্য, ভারতে সবচেয়ে কাঙ্খিত চাকরিগুলির মধ্যে একটি হল এই সিভিল সার্ভিস। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই শূন্যপদের সংখ্যা কমেছে। ২০১৫ সালে শূন্যপদের সংখ্যা ছিল ৩০৩০, ২০১৮ সালে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ২৩৫২। আর ২০২০ সালে সিভিল সার্ভিসের শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়েছে ৭৯৬। যদিও ৩১ মে এর প্রিলিম পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনে সেই পরীক্ষা পিছবে কি না সে ব্যাপারে এখনও কিছু জানান হয়নি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Government Jobs