scorecardresearch

ভারত সরকারের অধীনে চাকরির বিরাট সুযোগ! উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করুন

এই বিরাট সুযোগ হাতছাড়া করবেন না!

jobs in civilian defence- সিভিলিয়ান ডিফেন্সে নিয়োগ
সিভিলিয়ান ডিফেন্সে নিয়োগ

ভারত সরকারের সিভিলিয়ান ডিফেন্সে শুরু হতে চলেছে বিরাট নিয়োগ। নানা পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা। প্রত্যেকেই নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির পরীক্ষা এবং পরবর্তী প্রক্রিয়ার সুযোগ পাবেন। জেনে নিন বিস্তারিত।

মোট শুন্য পদের সংখ্যা :- ৩২ টি ( বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে )

বিশেষ উল্লেখ্য :-

  • নানা পদের জন্য রয়েছে ভিন্ন ধরনের সুবিধা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ।
  • উচ্চ মাধ্যমিক পাশ থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • কমিউনিকেশন ভাল হতে হবে। ট্রেডে জ্ঞান থাকতে হবে। টাইপিং স্পিড ৬৫ শব্দ প্রতি মিনিট হতে হবে।
  • দেশের কিংবা রাজ্যের স্বীকৃত প্রাপ্ত বোর্ড কিংবা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে।

বয়স :- প্রতিটি পদের জন্যই ধার্য করা হয়েছে ১৮ থেকে ২৫ বছর বয়স। সঠিক বয়সের প্রমাণ পত্র না দিলে আবেদন খারিজ হতে পারে।

বেতন :- লেভেল পে অনুযায়ী বেতন দেওয়া হবে। লেভেল পে ২ থেকে ৭ অনুযায়ী সর্বনিম্ন ১৮,০০০ এবং সর্বোচ্চ ৮১,০০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও নিয়ম অনুযায়ী TA / DA দেওয়া হবে।

যে বিষয়গুলি মাথায় রাখতে হবে :-

  • অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে।
  • একই প্রার্থী ভিন্ন পোস্টে আবেদন করতে পারবে না।
  • যেকোনও একটি রিজার্ভেশনের আন্ডারে আবেদন করতে হবে।
  • গোটা ভারত জুড়ে সকলেই আবেদন করতে পারবেন। এবং চাকরি পাওয়ার পরেও ভারতের যেকোনও জায়গায় পোস্টিং হতে পারে।
  • কর্তৃপক্ষ প্রার্থীর নম্বর, এবং অভিজ্ঞতার নিরিখে বিচার করবেন।

কীভাবে পরীক্ষা নেওয়া হবে :-

পোস্ট অনুযায়ী নেওয়া হবে পরীক্ষা। এছাড়াও দশম, দ্বাদশ এবং ITI এর পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রথমে।

কোথায় নেওয়া হবে পরীক্ষা :- লিখিত এবং স্কিল টেস্ট দুটো পরীক্ষাই পুনেতে হবে। দুই থেকে চার দিনের মত সময় লাগবে। পরীক্ষার্থীদের নিজেদের মত ব্যবস্থা করে নিতে হবে।

কী কী গুরুত্বপূর্ন তথ্য লাগবে :-

  • পাসপোর্ট সাইজ ফটো – সই করা অবশ্যই।
  • শিক্ষাগত সমস্ত সার্টিফিকেট।
  • বার্থ সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিতে হবে।
  • যারা অন্যত্র চাকরি করছেন তাদের জন্য ডিসচার্জ সার্টিফিকেট।
  • ভারতের নাগরিকত্বের যেকোনও প্রমাণ।

বিশেষ উল্লেখ্য :-

  • মেরিট লিস্ট অনুযায়ী চাকরির সুযোগ থাকবে।
  • যারা চাকরি পাবেন তাদের জেলা শাসকের তরফ থেকে একটি ক্যারেকটার প্রুফ এবং মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট লাগবে।
  • আইনি ঝামেলায় জড়িত ব্যক্তির আবেদন খারিজ হবে।

আবেদনের সাইট :- www.HQSCrecruitment.com

আবেদনের তারিখ :- ২০ জুন ২০২২ থেকে ১৯ জুলাই ২০২২

নোটিশ – [ file:///C:/Users/User/Downloads/AdvstRectGpCcivHQSC15062022.pdf ]

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Civilian defence many post recruitment