চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বিরাট সুযোগ। কোল ইন্ডিয়ার তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বিপুল নিয়োগের মাধ্যমেই শূন্যপদ সম্পূর্ন করা হবে। একটি নয়, নানান বিভাগে রয়েছে সুযোগ। ম্যানেজমেন্ট পোস্টের জন্য নিয়োগ শুরু হয়েছে COAL ইন্ডিয়ায়।
কোন কোন পোস্টের জন্য আবেদন করা যাবে?
নানা পোস্টের জন্যই প্রার্থীরা আবেদন করতে পারবে। তার মধ্যে :
- মাইনিং এর জন্য পদের সংখ্যা - ৬৯৯
- সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে - ১৬০
- ইলেকট্রনিক এবং টেলি যোগাযোগ - ১২৪
- সিস্টেম এবং ইপিডি - ৬৭
কারা আবেদন করতে পারবেন?
Coal India - তে এই পদগুলোর ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি। বিশেষ করে বোমা হয়েছে গেট পরীক্ষায় আকর্ষণীয় নম্বর থাকলেই এক্ষেত্রে আবেদন করা যাবে। GATE 2022 এর স্কোরের মাধ্যমেই আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা:- ৬০ শতাংশ নম্বর সহ BTech, BE, Bsc - mining, electronics and telecommunication এর ডিগ্রি থাকতে হবে।
System এবং EDP এর ক্ষেত্রে : ৬০% নম্বর থাকতে হবে, BE/BTech / Bsc or computer science এর ক্ষেত্রে।
বয়স :- বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সর্বনিম্ন কত বয়স হবে সেটি বলা নেই। তবে সরকারি ক্ষেত্রে ছার পাবেন প্রার্থীরা।
বেতন :- বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন টাকা মাইনে দেওয়া হবে। এছাড়াও কাজের ওপর ভিত্তি করে টাকা দেওয়া হবে।
বিশেষ উল্লেখ্য :- যারা ভারতের নাগরিক তারাই আবেদন করতে পারবেন।
বিশেষ করে কোল মাইন এলাকায় কাজ করতে স্বতন্ত্র বোধ করবেন, এমনকি দেশের যেকোনও জায়গায় কাজ করতে পারবেন তারা আবেদন করুন।
আবেদন ফি :- আবেদন ফি ধার্য করা হয়েছে ১১৮০ টাকা।
কী কী তথ্য লাগবে :-
- সমস্ত কপিতে যেন নিজের সই থাকে সেগুলিকে স্ক্যান করে আপলোড করতে হবে :
- সাম্প্রতিক ফটো পাসপোর্ট সাইজ
- কালো কালিতে সই করা স্ক্যান
- দ্বাদশ শ্রেণির মার্কশিট
- গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট
- Cgpa marks কে শতাংশ নম্বর হিসেবে পুট করুন।
- OBC/SC /St/ PWD এদের অবশ্যই নিজেদের কাস্ট এবং অন্যান্য সার্টিফিকেট সই করে আপলোড করতে হবে।
আবেদনের ওয়েবসাইট :- www.coalindia.in - এর career with CIL এখানে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ :- ২২ জুলাই, ২০২২
আবেদনের অফিসিয়াল নোটিশ - < https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_No._02-2022_for_recruitment.pdf >