দেশজুড়ে নানান সংস্থায় শুরু হয়েছে নিয়োগ। Coal India নানান শূন্যপদে নিয়োগ করে চলেছে। এবারও কম করে ৫০০ এর কাছাকাছি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। ম্যানেজমেন্ট থেকে ডেভেলপমেন্ট - কারা কোন পদে আবেদন করতে পারবেন জেনে নিন।
মোট শুন্য পদের সংখ্যা :- ৪৮১ টি
১) পদের নাম - মার্কেটিং অ্যান্ড সেলস
সংখ্যা - ১৭ টি
শিক্ষাগত যোগ্যতা - MBA ডিগ্রি থাকতে হবে অবশ্যই। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নম্বর নিয়ে পাশ করতে হবে। দুই বছরের ডিগ্রি কোর্স অবশ্যই করতে হবে।
২) পদের নাম - লিগ্যাল
শুন্য পদ - ৫৪ টি
শিক্ষাগত যোগ্যতা - আইনি পড়াশোনায় কম করে তিন অথবা পাঁচ বছরের স্নাতক ডিগ্রি। এমনকি ৬০% নম্বর থাকতে হবে।
৩) পদের নাম - পাবলিক রিলেশন
শুন্য পদ - ৬ টি
শিক্ষাগত যোগ্যতা - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ৬০% নম্বর থাকতে হবে।
৪) পদের নাম - কমিউনিটি ডেভেলপমেন্ট
শুন্য পদ - ৭৯ টি
শিক্ষাগত যোগ্যতা - কমিউনিটি ডেভেলপমেন্ট কিংবা ট্রাইবাল ডেভেলপমেন্ট বিভাগে অথবা আরবান বিভাগে কোর্স এবং ৬০% নম্বর থাকতে হবে।
বয়স :- বয়স সমস্ত পদের ক্ষেত্রে ৩০ এর মধ্যে হতে হবে। এছাড়া সরকারি ক্ষেত্রে সকলেই ছার পাবেন।
যেসমস্ত ডকুমেন্ট লাগবে :-
- নিজের স্বাক্ষর অবশ্যই কালো পেন দিয়ে করতে হবে। স্ক্যান করে নিন।
- তিন মাসের মধ্যে তোলা কোনও ছবি পাসপোর্ট সাইজ।
- বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর।
- আধার এবং প্যান কার্ড - সবকিছুই স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন পদ্ধতি : অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফি সর্বমোট ১১৮০ টাকা। এটি রিফান্ড করা হবে না।
আবেদনের সাইট : www.coalindia.in
আবেদনের শেষ তারিখ - ৭ই আগস্ট, ২০২২
অফিসিয়াল নোটিশ - < https://www.coalindia.in/media/documents/Recruitment_of_Management_Trainees_through_Computer_Based_Test_CBT_-_2022.pdf >