Advertisment

ম্যানেজমেন্ট থেকে মার্কেটিং, আবারও নিয়োগ COAL ইন্ডিয়ায়! স্নাতক পাশে আবেদন করুন

নানা পদে নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন

author-image
IE Bangla Web Desk
New Update
কোল ইন্ডিয়ায় নিয়োগ - coal india

কোল ইন্ডিয়ায় নিয়োগ

দেশজুড়ে নানান সংস্থায় শুরু হয়েছে নিয়োগ। Coal India নানান শূন্যপদে নিয়োগ করে চলেছে। এবারও কম করে ৫০০ এর কাছাকাছি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। ম্যানেজমেন্ট থেকে ডেভেলপমেন্ট - কারা কোন পদে আবেদন করতে পারবেন জেনে নিন।

Advertisment

মোট শুন্য পদের সংখ্যা :- ৪৮১ টি

১) পদের নাম - মার্কেটিং অ্যান্ড সেলস

সংখ্যা - ১৭ টি

শিক্ষাগত যোগ্যতা - MBA ডিগ্রি থাকতে হবে অবশ্যই। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নম্বর নিয়ে পাশ করতে হবে। দুই বছরের ডিগ্রি কোর্স অবশ্যই করতে হবে।

২) পদের নাম - লিগ্যাল

শুন্য পদ - ৫৪ টি

শিক্ষাগত যোগ্যতা - আইনি পড়াশোনায় কম করে তিন অথবা পাঁচ বছরের স্নাতক ডিগ্রি। এমনকি ৬০% নম্বর থাকতে হবে।

৩) পদের নাম - পাবলিক রিলেশন

শুন্য পদ - ৬ টি

শিক্ষাগত যোগ্যতা - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ৬০% নম্বর থাকতে হবে।

৪) পদের নাম - কমিউনিটি ডেভেলপমেন্ট

শুন্য পদ - ৭৯ টি

শিক্ষাগত যোগ্যতা - কমিউনিটি ডেভেলপমেন্ট কিংবা ট্রাইবাল ডেভেলপমেন্ট বিভাগে অথবা আরবান বিভাগে কোর্স এবং ৬০% নম্বর থাকতে হবে।

বয়স :- বয়স সমস্ত পদের ক্ষেত্রে ৩০ এর মধ্যে হতে হবে। এছাড়া সরকারি ক্ষেত্রে সকলেই ছার পাবেন।

যেসমস্ত ডকুমেন্ট লাগবে :-

  • নিজের স্বাক্ষর অবশ্যই কালো পেন দিয়ে করতে হবে। স্ক্যান করে নিন।
  • তিন মাসের মধ্যে তোলা কোনও ছবি পাসপোর্ট সাইজ।
  • বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর।
  • আধার এবং প্যান কার্ড - সবকিছুই স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন পদ্ধতি : অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফি সর্বমোট ১১৮০ টাকা। এটি রিফান্ড করা হবে না।

আবেদনের সাইট : www.coalindia.in

আবেদনের শেষ তারিখ - ৭ই আগস্ট, ২০২২

অফিসিয়াল নোটিশ - < https://www.coalindia.in/media/documents/Recruitment_of_Management_Trainees_through_Computer_Based_Test_CBT_-_2022.pdf >

career coal india Government Jobs jobs
Advertisment