CSIR UGC NET 2019 Registration Begins:
কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) এবং ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি) ২০১৯ এর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ দিন ১৮ মার্চ। আগামী ১৬ জুন পরীক্ষা হবে।
লেকচরারশিপ করতে চান অথবা করছেন এমন পড়ুয়াদের মধ্যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) কারা পাবে, তা বাছাই করার জন্যই এই পরীক্ষা।
২০০ নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে। সময় ৩ ঘণ্টা। দুই শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফট শুরু হবে সকাল ৮ টা থেকে। দ্বিতীয় শিফট দুপুর ২ টো থেকে।
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ এমএসসি অথবা সমতুল্য ডিগ্রি। সংরক্ষিত শ্রেণির জন্য ন্যূনতম প্রাপ্ত নম্বর ৫০ শতাংশ।
আরও পড়ুন, NITTTR TGT Recruitment 2019: শিক্ষক হতে চান? ৪৫ হাজার টাকা বেতনের চাকরির জন্য আবেদন করুন
বয়স
২০১৯ এর ১ লা জানুয়ারি আবেদনকারীর বয়স ২৮ এর কম হতে হবে। সংরক্ষিতদের জন্য ৫ বছরের ছাড় রয়েছে।
কীভাবে আবেদন করবেন?
csirhrdg.res.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
‘Apply Online’ -এ ক্লিক করতে হবে
সম্পূর্ণ নতুন একটা পেজ খুলবে
রেজিস্টার করাতে হবে
আবেদনকারীর নিজস্ব তথ্য দিতে হবে
যে ইউজার আইডি তৈরি হল, তা দিয়ে লগ ইন করতে হবে।
এরপর ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে অনলাইন পেমেন্ট করতে হবে
আবেদন ফি
অসংরক্ষিতদের জন্য আবেদন ফি ১০০০ টাকা। ওবিসি-র জন্য ৫০০ টাকা এবং এসসি/এসটি/ পিডব্লিউডি শ্রেণিভুক্তদের জন্য আবেদন ফি ২৫০ টাকা।
Read the full story in English