Advertisment

কেন্দ্রের DVC-তে মোটা টাকা বেতনে লোভনীয় চাকরি! আবেদনের যোগ্য কারা?

ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
damodar valley corporation recruitment 2023

ডিভিসি-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।

এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দামোদর ভ্যালি কর্পোরশন বা ডিভিসি-র তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নজরকাড়া বেতনে কর্মী নিয়োগ করবে স্বনামধন্য এই সংস্থা। পশ্চিমবঙ্গের যে কোনও জেলারা বাসিন্দারা এই চাকরিতে আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

Executive Trainee (Law) পদে কর্মী নিয়েগা করবে ডিভিসি। এই পদে চাকরির জন্য আবেনকারীদের স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন- মোটা টাকা মাইনে, রাষ্ট্রায়ত্ত সংস্থা সেন্ট্রাল ব্যাঙ্কে এযেন সোনার চাকরি!

বয়সসীমা ও বেতন-

এই পদে টাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা হল ২৯। এই পদে চাকরিতে বেতন মাসে ৫৬, ১০০ টাকা থেকে ১,৭৭, ৫০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন- কয়েক হাজার Clerk নেবে ব্যাঙ্ক, শেষ দিন পেরনোর আগে করুন Apply

আবেদন পদ্ধতি-

এই পদে চাকরির জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in গিয়ে আবেদন করতে হবে। ওয়েবফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে Careers-এ ক্লিক করে Recruitment অপশনে যেতে হবে। তারপর ক্লিক করতে হবে Recruitment Notice অপশনে।

আরও পড়ুন- শ’য়ে-শ’য়ে কর্মী নিয়োগ, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে মোটা বেতনের চাকরি

আবেদনের শেষ তারিখ-

ডিভিসি-তে Executive Trainee (Law) পদে আবেদন করার শেষ তারিখ হল ২৩ জুলাই, ২০২৩।

DVC Government Jobs jobs
Advertisment