ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে নিয়োগ চলছে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার অথবা ডেটা এন্ট্রি অপারেটরের বহু শূন্যপদ খালি। আয়ুশ মন্ত্রকের তত্বাধীন এই, পোস্টের জন্য কীভাবে আবেদন করা যাবে জেনে নিন।
আবশ্যিক যোগ্যতা :-
- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীকে স্নাতক হতে হবে।
- ইংরেজি এবং হিন্দি ভাষার টাইপিং স্পিড কম করে ৩৫ পার মিনিট এবং ৩০ পার মিনিট হতে হবে।
- এছাড়াও মাইক্রোসফট অফিস কিংবা এমএস ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন :- ২১, ১৮৪ টাকা
আবেদনের শেষ তারিখ :- ২২শে মে, ২০২২
পরীক্ষার ধরণ :
- প্রার্থীদের চাকরির নির্ধারিত নিয়ম এবং প্রয়োজন অনুযায়ী বাছাই করা হবে।
- টাইপিং পরীক্ষা দিতে হবে।
- কম্পিউটার প্রাক্টিকাল এবং লিখিত পরীক্ষা দিতে হবে।
- প্রয়োজন বোধ করলে কারেন্ট নিউজ, ইংরেজি গ্রামার এর পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, পরীক্ষার তারিখ এক নাও হতে পারে।
- যাদের আয়ুশ মন্ত্রকের অফিসে অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার।
- পরীক্ষায় যোগদান এবং নির্বাচনের পরে কোনও TA/DA দেওয়া হবে না।
আবেদনের ওয়েবসাইট :- www.becil.com - এর ক্যারিয়ার বিভাগ থেকে আবেদন করা যাবে।
আবেদনের পর সম্পূর্ন সাবমিশন করার আগে একবার ভাল করে সমস্ত তথ্য দেখে নিন। অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। পরবর্তীতে ভুল তথ্য পেলে সেটিকে আর বদল করা যাবে না।
প্রয়োজনীয় কী কী লাগবে :-
আবেদনের আগেই কালার ফটো, নিজের সই, জন্ম সার্টিফিকেট অথবা দশম শ্রেণীর মার্কশিট এগুলি স্ক্যান করে রাখুন। কাস্ট সার্টিফিকেট থাকলে সেটিকে ১০০ kb এর মধ্যেই রাখবেন।
বিশেষ বিজ্ঞপ্তি :- আগে ভাল করে সবকিছু দেখে নিন তারপরেই টাকা জমা করুন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং upi সবকিছু দিয়েই পে করা যাবে।
অফিসিয়াল নোটিশঃ < https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/0bdb6ab46201c4e21e0e80a9082ef86661a3db732db35d8ffe9ac0fe05656a77.pdf >