ভারত সরকারের IER ডিভিশনের অধিকৃত এক্সিকিউটিভ পদে নিয়োগ শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীতে অনুষ্ঠিত G20 প্রেসিডেন্সি অনুষ্ঠানেও সমান ভাবে দক্ষতা প্রদর্শন করতে হবে আবেদনকারীকে। জানুন বিস্তারিত।
পদের নাম :- ইয়ং প্রফেশনাল - এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
বয়স :- বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এবং সংরক্ষিত আসনে বয়সের ছাড় থাকবে সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের ওয়েবসাইট :- https://mofapp.nic.in/cadre - এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। যারা এই পোর্টাল থেকে আবেদন করবেন না তাদের আবেদন ধার্য করা হবে না।
বেতন :- বেতন দেওয়া হবে ৪০,০০০ টাকা। ইনক্রিমেন্ট দেওয়া হবে না। TA/ DA এও দেওয়া হবে না।
শিক্ষাগত যোগ্যতা :- অর্থনীতিতে ব্যাচেলর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। কিংবা একাউন্টস, ফাইন্যান্স এই বিষয়ে দক্ষ হতে হবে।
অন্যান্য :- এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
যদি গবেষণার কাজ করে থাকেন। গবেষণা পত্র সম্পর্কে ধারণা থাকে, তবে ভাল।
কী কী ডকুমেন্ট সঙ্গে লাগবে :-
- সমস্ত শিক্ষাগত ডকুমেন্ট
- কাস্ট সার্টিফিকেট থাকলে ভাল
- পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
- নিজস্ব সই স্ক্যান করে রাখতে হবে
- আধার কার্ড এবং ভোটার কার্ড
আবেদনের শেষ তারিখ :- ৪ই জুন, ২০২২
অফিসিয়াল নোটিশ- < https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/f25e4bc1c60812fed6f18af99633eff5c7d32800a65577f2f3549fb8f941650e.pdf >