scorecardresearch

১২৭ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

২৭ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। আগ্রহী প্রার্থীরা www.rac.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন। 

jobs
NVS Recruitment 2019 Notification

DRDO recruitment 2018: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজ করতে চান? তবে ৩১ ডিসেম্বরের আগেই আবেদন করুন। ১২৭ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। আগ্রহী প্রার্থীরা http://www.rac.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন।

শূন্য আসনে একাধিক পদে নিযুক্ত করা হবে। স্টাইপেন্ড দেওয়া হবে ১০,৭৩৯-১১,৫৫২ টাকা। বিস্তারিত জানুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

আরও পড়ুন: Air India Express Limited Recruitment: উচ্চমাধ্যমিক পাশ করে এয়ার ইন্ডিয়ায় চাকরির সুযোগ

চাকরি সংক্রান্ত বিস্তারিত

মোট শূন্যপদ: ১২৭

পদ সংক্রান্ত বিস্তারিত

Computer Operator and Programming Assistant: ২৫

Draughtsman (Mechanical): ৮

Electrician: ২২

Electronics: ৩

Fitter: ৩৫

Machinist: ১২

Mechanic (Motor Vehicle): ৮

Turner: ৬

Welder: ৬

Carpenter: ২

স্টাইপেন্ড: পদ অনুযায়ী ১০,৭৩৯-১১,৫৫২ টাকা

অ্যাপ্লিকেশন ফি:
সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে ৩০ টাকা দিতে হবে। এসসি/এসটি, ওবিসি, ভিন্নভাবে সক্ষংম এবং অনগ্রসর শ্রেণিদের কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না।

নির্বাচন প্রক্রিয়া:
পার্সোনাল ইন্টারভিউ-এর সময় পারফরম্যান্সের বিচারে প্রার্থী নির্বাচন করা হবে।

কীভাবে আবেদন করবেন:
অফিসিয়াল ওয়েবসাইট http://www.rac.gov.in এ গিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের। ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। এরপর আর আবেদন জমা করা যাবে না।

Read the full story in English

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Drdo recruitment 2018 vacancies for 127 apprentice positions