দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও)-র তরফে অ্যাডমিন এবং ক্যাডার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীরা ডিআরডিওর অফিসিয়াল ওয়েবসাইট drdo.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত। মোট ২২৪টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।
ডিআরডিও প্রকাশিত পদে চাকরি করতে গেলে প্রথমে একটি কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে (সিবিটি), পরবর্তীতে আরেকটি স্কিল টেস্ট দিতে হবে। সিবিটি পরীক্ষায় থাকবে ১৫০টি প্রশ্ন এবং সময় থাকবে ১০০ মিনিট।
আরও পড়ুন- LIC Assistant Recruitment 2019: জীবন বিমা সংস্থায় ৮ হাজার শূন্যপদে নিয়োগ
শূন্যপদের বিবরণ:
মোট শূন্যপদ- ২২৪
স্টেনোগ্রাফার গ্রেড টু- ১৩
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্টেন্ট ইংলিশ- ৫৪
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্টেন্ট হিন্দি- ৪
স্টোর অ্যাসিস্টেন্ট ইংলিশ টাইপিং- ২৮
স্টোর অ্যাসিস্টেন্ট হিন্দি টাইপিং- ৪
সিকিউরিটি অ্যাসিস্টেন্ট- ৪০
ক্লার্ক- ৩
কুক- ২৯
ভেহিকেল অপারেটর- ২৩
ফায়ার ইঞ্জিন ড্রাইভার- ৬
ফায়ারম্যান- ২০
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। ভেহিকেল অপারেটর, ফায়ার ইঞ্জিন ড্রাইভার,ফায়ারম্যানের ক্ষেত্রে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স:
আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বাধিক ২৭ বছর পর্যন্ত।
আরও পড়ুন- RBI officer grade B recruitment 2019: ১৯৯টি শূন্যপদে নিয়োগ, বেতন মাসে ৭৭ হাজার
কীভাবে আবেদন করবেন?
* দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও)-র অফিসিয়াল সাইট drdo.gov.in যেতে হবে
* হোমপেজে ‘careers’ অপশনের মধ্যে ‘admin and allied’ অপশনটিতে ক্লিক করতে হবে
* সেখানে ‘CEPTAM’ অপশনটিতে ক্লিক করুন
* পরবর্তীতে একটি নতুন পেজ খুলবে। যেখানে ‘online applications for admin and allied cadre’ ক্লিক করতে হবে
* সেখানে ‘new registration’-এ ক্লিক করতে হবে
* সমস্ত নির্দেশাবলী পড়ে নিয়ে ফর্মটি পূরণ করতে হবে সব তথ্যাদি দিয়ে
* এরপর পেমেন্ট করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে
আবেদনের ফি:
উপরিউক্ত পদের জন্য আবেদনকারীদের ১০০ টাকা ফি দিতে হবে অনলাইন পেমেন্টের মাধ্যমে
বেতনক্রম:
নির্বাচিত প্রার্থীদের সমস্ত ভাতা দিয়ে মাসিক বেতন হবে ৬৩,২০০টাকা। স্টেনোগ্রাফার পদের প্রার্থীদের মাসিক বেতনক্রম ৮১১০০ টাকা।
Read the full story in English