North Dum Dum Municipality to Hire 57 Candidates in Group D: উত্তর দমদম পৌরসভায় গ্রুপ ডি-র ৫৭ টি শূন্যপদে (মজুর, পিওন, হেল্পার, ডোম, জিডিএ ও মেসেঞ্জার) নিয়োগ করা হবে। জানুন, আবেদনের পদ্ধতি।
মোট শূন্যপদ: ৫৭টি।
মজুর- ৪৬টি।
পিওন- ৫টি (অসংরক্ষিত ১, অসংরক্ষিত ইসি ১, অসংরক্ষিত প্রাক্তন সেনাকর্মী ১, তপশিলি জাতি ১, তপসিলি উপজাতি ১)
হেল্পার- ৩টি (অসংরক্ষিত ১, অসংরক্ষিত ইসি ১, তপশিলি ১)
ডোম- ১টি (অসংরক্ষিত)
জিডিএ- ১টি (অসংরক্ষিত)
মেসেঞ্জার- ১টি (অসংরক্ষিত)
বেতনক্রম: মূল বেতন ৪,৯০০-১৬,০০০ টাকা, গ্রেড পে ১৭,০০০ টাকা।
বয়সসীমা: ১ নভেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।
যোগ্যতা: প্রতি পদের জন্যই কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ, বাংলা অথবা নেপালি পড়তে ও লিখতে জানতে হবে। খেলার অভিজ্ঞতা ও সুঠাম শরীর-স্বাস্থ্য থাকলে অগ্রাধিকার।
আরও পড়ুন: শুধু কয়েক ধাপ করলেই চাকরি গুগল বা ফেসবুকে
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি- ২২০টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ৭০টাকা। ব্যাঙ্ক চালানের মাধ্যমে ফি দিতে হবে।
http://northdumdummunicipality.org/ এই ওয়েবসাইট থেকে আবেদনের ফর্ম পাওয়া যাবে। এছাড়া, সরাসরি ফর্ম ডাউনলোড করুন নিচে দেওয়া ওয়েবসাইট থেকে-
https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/wp-content/uploads/2018/11/Employment_Notice_Group_D_North_DumDum_Municipality.pdf।
আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে।
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন