Advertisment

DVC-তে মোটা টাকা বেতনের দুর্দান্ত চাকরি! কীভাবে আবেদন? যোগ্য কারা?

দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
dvc management trainees recruitment 2023

ডিভিসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দা এই চাকরির জন্য আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

Management Trainees (Techinical) পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের Mechanical Engineering, Electrical Engineering কিংবা Instrumentation Engineering-এর যে কোনও একটি বিষয়ে উত্তীর্ণ হওয়ার শংসাপত্র থাকতে হবে।

আরও পড়ুন- এরাজ্যেই স্বাস্থ্য বিভাগে তাক লাগানো চাকরি! আবেদনের যোগ্য কারা?

বয়সসীমা ও বেতন-

এই চাকরির জন্য সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। এই চাকরিতে কেন্দ্রের বেতন কমিশনের সর্বশেষ সুপারিশ অনুযায়ী মাসে ৫০ হাজার টাকা থেকে ১,৬০,০০০ টাকা বেতন হবে। ট্রেনিংয়ের পর স্থায়ীভাবে নিযুক্ত হলে মাসে বেতন ৬০ হাজার টাকা থেকে ১,৮০,০০০ টাকার পে স্কেলে হবে।

আরও পড়ুন- Indian Bank-এ যেন সোনার চাকরি! সুযোগ হারালে পস্তাবেন!

আবেদন পদ্ধতি-

এই চাকরিতে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীদের www.dvc.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর Carrear-Recruitment-Recruitment Notice অপশন মেনে গিয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুন- কয়েক হাজার কর্মী নেবে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, আজই করুন আবেদন

আবেদনের শেষ তারিখ-

উপরোক্ত চাকরির জন্য আগামী ১৭ অগাস্ট ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।

আরও পড়ুন- মাধ্যমিক পাশেই কেল্লা-ফতে! পোস্ট অফিসে হাজার-হাজার পদে কর্মী নিয়োগ

DVC Government Jobs jobs
Advertisment