২,২৩৮ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করবে পূর্ব-মধ্য রেল

অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী ২,২৩৮ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করবে পূর্ব-মধ্য রেল। আবেদন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হলো আপনার জন্য।

অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী ২,২৩৮ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করবে পূর্ব-মধ্য রেল। আবেদন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হলো আপনার জন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi, দিল্লি

অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী ২,২৩৮ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করবে পূর্ব-মধ্য রেল। আবেদন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হল আপনার জন্য। মোট শূন্যপদ ২,২৩৮ টি। পদ অনুযায়ী আসন সংখ্যার বিস্তারিত বিবরণ জানুন নিচের দেওয়া ওয়েবসাইট থেকে।

Advertisment

বয়সসীমা: ১১ ডিসেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। তপশিলি জাতি/উপজাতি, ওবিসি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

যোগ্যতা: কোনও স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় পাশ করতে হবে প্রার্থীকে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই থাকতে হবে।

আরও পড়ুন: ১৭৬ টি শূন্যপদে ইঞ্জিনিয়র এবং অফিসার নিয়োগ করবে GAIL

Advertisment

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে।

ট্রেনিং-এর সময়সীমা ও স্টাইপেন্ড: অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী ট্রেনিং-এর সময়সীমা ও স্টাইপেন্ড নিয়োগ করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা, তপসিলি জাতি/উপজাতি, ভিন্নভাবে সক্ষম ও মহিলা প্রার্থীদের ফি লাগবে না। ডেবিট/ক্রেডিট/ ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: সরাসরি www.recruitmentweb.org/Login.aspx#! ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।আবেদনের জন্য বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি ২০১৯, বিকেল ৫ টা পর্যন্ত। এ ছাড়া আবেদন সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে সোম থেকে শুক্রবার সকাল ১১ টা থেকে ৫ টা পর্যন্ত ফোন করতে পারেন এই নম্বরে- ০৬১২-২৫৬০০২৯/২৫৬০০৩৫। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানতে www.rrcecr.gov.in-এ লগ ইন করুন।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

indian railway