Advertisment

Eastern Railway Recruitment: রেলে ২৯০৭ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে

Eastern Railway (West Bengal) Recruitment 2018: ২৯০৭টি অ্যাপ্রেন্টিস পদ খালি পূর্ব রেলওয়েতে। ২০১৯ সালের ১ জানুয়ারিতে প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪-এর মধ্যে হতে হবে। 

author-image
IE Bangla Web Desk
New Update
rrb-result-759

Common Management Admission Test, CMAT 2019 registrations

Eastern Railway Recruitment 2018:  ACT Apprentices পদের জন্য এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ণ রেলওয়ে (ER)। বিজ্ঞপ্তি দেখতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েবসাইটটি হল er.indianrailways.gov.in.

Advertisment

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ নভেম্বর, ২০১৮।

আরও পড়ুন; ইন্ডিয়ান অয়েলে ৪০০টিরও বেশি শূন্যপদে নিয়োগ, জেনে নিন আবেদনের খুটিনাটি

জেনে নিন শূন্যপদ সম্পর্কিত কিছু তথ্য

পদের নাম: ACT Apprentices

মোট শূন্যপদ- ২,৯০৭

শূন্যপদের বিভাগ

হাওড়া- ৬৫৯

শিয়ালদহ- ৫২৬

মালদা- ২০৪

কাঁচরাপাড়া- ২০৬

লিলুয়া- ২০৪

জামালপুর- ৬৯৬

বেতন- এ ক্ষেত্রে কোনও নির্দিষ্ট বেতন নেই। যোগ্যতা এবং পদ অনুযায়ী বেতন বিবেচনা করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অন্তত দশম শ্রেণী পাস করতে হবে, এবং পাশাপাশি ITI ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা- ২০১৯ সালের ১ জানুয়ারিতে প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪-এর মধ্যে হতে হবে।

আবেদন ফি- জেনারেল ১ এবং ওবিসি ভুক্তদের জন্য ফি ১০০টাকা। তফশিলি জাতি, উপজাতি ও প্রতিবন্ধীদের এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

আরও পড়ুন; আরআরবি গ্রুপ ডি-এর অ্যাডমিট কার্ডের জন্য কোন ওয়েবসাইটে যাবেন? জেনে নিন

বিশেষ দ্রষ্টব্য: প্রার্থীদের অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে।

পূর্ব রেলওয়ে সম্পর্কিত কিছু তথ্য:

১৯৫২ সালের ১৪ এপ্রিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের তিনটি লোয়ার ডিভিশন হাওড়া, আসানসোল ও দানাপুর, সমগ্র বেঙ্গল নাগপুর রেলওয়ে (বিএনআর) ও পূর্বতন বেঙ্গল আসাম রেলওয়ে ও শিয়ালদহ ডিভিশনটিকে সংযুক্ত করে গঠিত হয় পূর্ব রেলওয়ে।

১৯৫৫ সালের ১ অগাস্ট হাওড়া থেকে দক্ষিণে বিশাখাপত্তনম পর্যন্ত প্রসারিত বিএনআর-এর অংশটি, মধ্যাঞ্চলে হাওড়া থেকে নাগপুর পর্যন্ত এবং কাটনি পর্যন্ত উত্তর-মধ্যাঞ্চলীয় অংশটি পূর্ব রেল থেকে বিচ্ছিন্ন করে নিয়ে দক্ষিণ পূর্ব রেল গঠিত হয়। ধানবাদ, মোগলসরাই ও মালদহ বিভাগ তিনটিও পরের দিকে গঠিত হয়।

indian railway
Advertisment