Advertisment

স্নাতক এবং চাকরি খুঁজছেন? আবেদন করুন, বেতন ৯৬,০০০

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য প্রথমে নিয়োগ করা হবে, পরে তা সর্বাধিক তিন বছরের জন্য বাড়ানো হবে বলে জানিয়েছে সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

EIL recruitment 2019: ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল), একটি ইঞ্জিনিয়ারিং কনসালটেনসি সংস্থা, গ্রেড -১ এবং গ্রেড -২ এর পদে কর্মী নিয়োগের জন্য আবেদন করেছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট, engineersindia.com এর মাধ্যমে আবেদন করতে পারেন।

Advertisment

অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া চলছে। ১৬ এপ্রিল, ২০১৯ আবেদন করার শেষ দিন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রাথমিকভাবে ছয় মাসের জন্যকর্মীদের নিয়োগ করা হবে, পরে তা সর্বাধিক তিন বছরের জন্য বাড়ানো হবে বলে জানিয়েছে সংস্থা।

বয়স

গ্রেড -১ এর জন্য আবেদন করার সর্বোচ্চ বয়স সীমা ৩৭ বছর এবং গ্রেড -২ এর জন্য ৪১ বছর। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪২ ও ৪৬ বছর। ওবিসিদের জন্য গ্রেড ১ ও ২ এর ক্ষেত্রে ৪০ এবং ৪৪ বছর। প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা ৪৭।

শিক্ষাগত যোগ্যতা

উভয় পদে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা BE / B.Tech / B.Sc সহ স্নাতকোত্তর ডিগ্রী। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

খালি পদ

মোট ৩০

এক্সিকিউটিভ গ্রেড ১- ১৫
এক্সিকিউটিভ গ্রেড ২- ১৫

শিক্ষাগত যোগ্যতা

উভয় পদে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা BE / B.Tech / B.Sc সহ স্নাতকোত্তর ডিগ্রি। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

http://www.engineersindia.com. লিঙ্কে ক্লিক করুন।

নির্দেশাবলী পড়ুন

প্রয়োজনীয় তথ্য সহকারে ফর্ম ভর্তি করুন।

ডকুমেন্ট আপলোড করুন

ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট রাখুন।

আবেদন করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন?

১) পাসপোর্ট সাইজ ফটো ( 75 KB)
২) আপনার স্বাক্ষর ( 25 KB)
৩) ডিগ্রি কোর্সের সর্বশেষ মার্কশিট, অভিজ্ঞতার শংসাপত্র জমা করতে হবে ( 900 KB)

৪) নির্দিষ্ট ক্ষেত্রে অক্ষমতার শংসাপত্র (PwD) ও সামাজিক শ্রেণির শংসাপত্র

বেতন

৭৬,০০০টাকা থেকে ৯৬,০০০টাকা

চাকরির অন্যান্য খবর জানতে ক্লিক করুন এখানে

Read the full story in English

Government Jobs
Advertisment