Advertisment

কেন্দ্রের সংস্থায় মোটা মাইনের চাকরি, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ

ফুরিয়ে আসছে আবেদনের শেষ তারিখ, বিস্তারিত জেনে দ্রুত করতে পারেন Apply।

author-image
IE Bangla Web Desk
New Update
EPFO Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের সংস্থায় চাকরির সুযোগ।

এবার কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় এই সংস্থার একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দার ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদপগুলিতে চাকরির জন্য আবেদন করা যাবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই আবেদন করা যাবে। এই পদগুলিতে চাকরির জন্য আবেদনের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে 'সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট' পদে কর্মী নিয়োগ করা হবে। ২৭৬৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারত সরকারের এই সংস্থা। এই পদে চাকরির জন্য স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটারের কাজ জানার অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই চাকরির ক্ষেত্রে ২৯,২০০ টাকা থেকে শুরু করে বেতন হতে পারে ৯২,৩০০ টাকা পর্যন্ত।

চাকরির আরও খবর- বাজারদর মাথায় রেখেই মোটা বেতনের চাকরি, কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ

এছাড়াও 'স্টেনোগ্রাফার' পদেও কর্মী নিয়োগ করবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO। ১৮৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদগুলিতে চাকরির জন্য আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটারের টাইপিংয়ের কাজ জানার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে সরকারি নিয়ম অনুযাযী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই পদে চাকরি হলে বেতন হতে মাসে ২৫,৫০০ টাকা থেকে শুরু করে ৮১,১০০ টাকা পর্যন্ত।

চাকরির আরও খবর- নজরকাড়া বেতন! রাজ্যের কৃষি বিভাগে কর্মী নিয়োগ

আবেদন ও নিয়োগ পদ্ধতি:

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে এই লিংকে ক্লিক করুন- https://www.epfindia.gov.in/site_en/Recruitments.php অফিসিয়াল এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিন। নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ-সহ বিস্তারিত তথ্য স্ক্যান করে আপলোড করে দিতে হবে। উপরোক্ত পদগুলিতে লিখিত পরীক্ষা এবাং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

চাকরির আরও খবর-মাধ্যমিক পাশে CRPF-এ প্রচুর নিয়োগ, বেতন জানলে চমকে উঠবেন!

আবেদন ফি ও শেষ তারিখ:

উপরোক্ত চাকরির ক্ষেত্রে আবেদন করতে গেলে অসংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের ৭০০ টাকা ফি দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থী ও মহিলাদের ক্ষেত্রে ফি নেওয়া হবে না। অনলাইন মোডে ফি পেমেন্ট করতে হবে। উপরোক্ত পদগুলিতে আবেদনের শেষ তারিখ হল ২৬ এপ্রিল ২০২৩।

West Bengal job Central Government
Advertisment