Advertisment

EPFO SSA recruitment 2019: ২১৮৯ শুন্যপদে নিয়োগ, আবেদন করুন শিগগির

আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত স্রেণির প্রার্থীরা ঊর্দ্ধ্বসীমার ক্ষেত্রে ৫ বছর ছাড় পাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
rrb job

EPFO SSA recruitment 2019:

Advertisment

ভারতের শ্রম এবং করম সংস্থান মন্ত্রকের এমপ্লয়ি'জ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) সোশাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ২১৮৯ টি শুন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।

epfindia.gov.inand এই ওয়েবসাইটে ২১ জুলাই বিকেল ৫ টা পর্যন্ত আবেদন করা যাবে। প্রথম ধাপের পরীক্ষা হবে ৩১ আগস্ট এবং ১ জানুয়ারি। প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মেইন পরীক্ষা এবং দক্ষতার পরীক্ষা দিতে হবে।

বয়সঃ আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত স্রেণির প্রার্থীরা ঊর্দ্ধ্বসীমার ক্ষেত্রে ৫ বছর ছাড় পাবেন।

SSC CGL Tier 1 Answer Key: প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি থাকলে আজই জানান কমিশনে

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত কোনও প্রতিষ্ঠানের ডিগ্রি এবং ঘণ্টায় ৫০০০ কি টাইপের যোগ্যতা থাকা বাধ্যতামূলক

কীভাবে আবেদন করবেন

১. প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট epfindia.gov.in  এ যান
২. সাইটটির হোমপেজে ক্লিক করুন
৩. ‘লগ-ইন’ বক্সের ‘রেজিস্টার’ অপশনটিতে ক্লিক করুন
৪. বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্টার করুন
৫. নিজের ছবি আপলোড করে সমগ্র ফর্মটি পূরণ করুন।
৬. সবশেষে পেমেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ন করুন।

বাছাই হওয়া প্রার্থীদের বেতন

অন্যান্য ভাতা ছাড়া মাসিক ২৫০০০ টাকা বেতন পাবেন নির্বাচিত প্রার্থীরা

Read the full story in English

Govt of India
Advertisment