প্রায় দেড় হাজার কর্মী নিয়োগ করবে এমপ্লয়ি'স স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশন

মোট শূন্যপদের সংখ্যা ১,৪৮৮। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২১ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদের সংখ্যা ১,৪৮৮। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২১ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
JOB

ESIC recruitment 2019: সম্প্রতি প্যারামেডিক্যাল, নার্সিং স্টাফ সহ একাধিক শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে দ্য এমপ্লয়িস স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশন (ESIC)। মোট শূন্যপদের সংখ্যা ১,৪৮৮। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২১ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট esic.nic.in-এ ভিজিট করুন।

Advertisment

ESIC recruitment 2019: চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য

আরও পড়ুন; RRB ALP Technician-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার বিস্তারিত তথ্য জেনে নিন

মোট শূন্যপদ: ১,৪৮৮

Advertisment

পদ অনুযায়ী আসন বিভাজন হবে।

নর্থ ইস্ট রিজিয়ন: ৫৬, বিহার: ১৫২, ছত্তিশগড়: ৩৩, হরিয়ানা: ১২, হিমাচল প্রদেশ: ২৭, জম্মু কাশ্মীর: ১৯, কেরালা: ১৩, ওড়িশা: ৫৩, পাঞ্জাব: ৭, তেলেঙ্গানা: ১৮৫, উত্তর প্রদেশ: ২২৪, গুজরাট: ২১০, মধ্যপ্রদেশ: ১০৬, মহারাষ্ট্র: ১৫৯, রাজস্থান: ১২১, তামিল নাড়ু: ১১১, উত্তরাখন্ড: ৩, পশ্চিমবঙ্গ: ৯৭,  দিল্লি এনসিআর: ৩০৯, ঝাড়খন্ড: ৫১, কর্ণাটক: ৩১১

বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমা ৩০ বছর। ESI কর্পোরেশন এবং সরকারি চাকুরেরা বয়সসীমায় পাঁচ বছরের ছাড় পাবেন। SC/ ST/ OBC/ PWD/ Ex-Servicemen আবেদনকারীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বাছাই পদ্ধতি: প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রবেশিকা হবে দ্বি-ভাষিক, মোট নম্বর-১২৫।

Read the full story in English 

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Government Jobs