Advertisment

FCI Recruitment 2019: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় ৪১০৩ খালি পদে কর্মী নিয়োগ

FCI Released Notification for JE, Steno, Typist and Assistant posts: প্রার্থীদের আবেদন করার সময় জানাতে হবে তাঁরা কোন অঞ্চল থেকে আবেদন করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

FCI Recruitment 2019, FCI Recruitment Notification 2019

FCI Released Job Notification for 4103 Posts: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), সহকারী গ্রেড ২ (এজিআইআই) (হিন্দি), স্টেন গ্রেড -২, টাইপিস্ট (হিন্দি) এবং সহকারী গ্রেড-৩ (সাধারণ / অ্যাকাউন্ট / কারিগরি / ডিপো) পদে নিয়োগের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisment

দেশের সমস্ত জায়গা থেকে প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ২৫ মার্চ পর্যন্ত এফসিআই পদের জন্য আবেদন করতে পারবেন। fci.gov.in এ মোট ৪,১০৩ টি খালি পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রার্থীদের আবেদন করার সময় জানাতে হবে তাঁরা কোন অঞ্চল থেকে আবেদন করছেন। যেমন উত্তর অঞ্চল বা দক্ষিণ অঞ্চল বা পূর্ব অঞ্চল বা পশ্চিম অঞ্চল বা উত্তর পূর্ব অঞ্চল।

পরীক্ষার তারিখ ঘোষণার ১৫ দিন পূর্বে পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

শিক্ষাগত ও কর্মক্ষেত্রে যোগ্যতা

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ইঞ্জিনিয়ারিং) - সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা এবং এক বছরের অভিজ্ঞতা।

জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) - ডিপ্লোমার ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা।

স্টেনো গ্রেড ২ - গ্র্যাজুয়েটের সঙ্গে প্রয়োজন 'ও' স্তরের DOEACC-র অভিজ্ঞতা। শর্ট হ্যান্ড টাইপে স্পিড থাকা চাই ৪০ w.p.m থেকে ৮০ w.p.m। এছাড়া কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপলিকেশনের সঙ্গে শর্ট হ্যান্ড টাইপে স্পিড থাকা চাই ৪০ w.p.m থেকে ৮০ w.p.m।

সহকারী গ্রেড ২ (হিন্দি) - হিন্দি সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী হতে হবে। ইংরেজিতে দক্ষতা। এক বছরের অভিজ্ঞতা। ইংরেজি থেকে হিন্দি এবং এর বিপরীতে ট্রান্সলেশনে দক্ষ হতে হবে।

টাইপইস্ট (হিন্দি) - স্নাতক বা সমতুল্য ডিগ্রীধারী হতে হবে। হিন্দি টাইপিংয়ের ৩০ w.p.m স্পিড রাখতে হবে।

সহকারী গ্রেড ৩ - কম্পিউটার ব্যবহারে দক্ষতা। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রী।

সহকারী গ্রেড ৩ (অ্যাকাউন্টস) - কম্পিউটার ব্যবহারে দক্ষতা, সঙ্গে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম পাশ।

সহকারী গ্রেড ৩ (টেকনিক্যাল) - একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, অথবা বিএসসি ডিগ্রীধারী হতে হবে। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে একটিতে বিএসসি পাশ হতে হবে। বোটানি / প্রাণিবিদ্যা / জৈব প্রযুক্তি / জৈব রসায়ন / মাইক্রোবায়োলজি / ফুড সায়েন্স। অথবা বি. টেক / বিএ / ফুড সায়েন্স / ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি / এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং / বায়ো-টেকনোলজি

সহকারী গ্রেড ৩ (ডিপো) - কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সঙ্গে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক।

বয়স সীমা:

জুনিয়র ইঞ্জিনিয়ার      ২৮ বছর

স্টেনো                          ২৫ বছর

সহকারী গ্রেড ৩           ২৭ বছর

সহকারী গ্রেড ২           ২৮ বছর

টাইপিস্ট                      ২৫ বছর

Government Jobs
Advertisment