Advertisment

FSSAI Recruitment 2019: ফুড সেফটি অথরিটিতে ২৭৫টি শূন্যপদে নিয়োগ

২৫ থেকে ৩৫ বছরের বয়সীরা প্রার্থীপদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল ২০১৯।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) দ্বারা ২৭৫টি নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর- DR-02/2019।

নিম্নলিখিত যোগ্যতার যে কোনও ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisment

শূন্যপদের বিস্তারিত তথ্য:

মোট আসন: ২৭৫

১. অ্যাসিস্টেন্ট ডিরেক্টর: ৫ (অসংরক্ষিত - ৪, ওবিসি - ১)

২. অ্যাসিস্টেন্ট ডিরেক্টর (টেকনিক্যাল): ১৫ (অসংরক্ষিত - ৮, ওবিসি - ৩, তপশিলি জাতি - ২, তপশিলি উপজাতি - ১, আর্থিকভাবে অনগ্রসর - ১)

৩. টেকনিক্যাল অফিসার: ১৩০ (অসংরক্ষিত - ৫৫, ওবিসি - ৩৫, তপশিলি জাতি - ১৯, তপশিলি উপজাতি - ৯, আর্থিকভাবে অনগ্রসর - ১২)

৪. সেন্ট্রাল ফুড সেফটি অফিসার: ৩৭ (অসংরক্ষিত - ১৮, ওবিসি - ৯, তপশিলি জাতি - ৫, তপশিলি উপজাতি - ২, আর্থিকভাবে অনগ্রসর - ৩)

৫. অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: ২ (অসংরক্ষিত)

৬. অ্যাসিস্ট্যান্ট: ৩৪ (অসংরক্ষিত - ১৬, ওবিসি - ৯, তপশিলি জাতি - ৪, তপশিলি উপজাতি - ২, আর্থিকভাবে অনগ্রসর - ৩)

৭. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান: ৭ (অসংরক্ষিত - ৫, ওবিসি - ১, তপশিলি জাতি - ১)

৮. হিন্দি ট্রান্সলেটর - ২ (অসংরক্ষিত)

৯. পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: ২৫ (অসংরক্ষিত - ১৩, ওবিসি - ৬, তপশিলি জাতি - ৩, তপশিলি উপজাতি - ১, আর্থিকভাবে অনগ্রসর - ২)

১০. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি): ৫ (অসংরক্ষিত - ৪, ওবিসি - ১)

১১. আইটি অ্যাসিস্ট্যান্ট: ৩ (অসংরক্ষিত)

১২. ডেপুটি ম্যানেজার: ৬ (অসংরক্ষিত - ৫, ওবিসি - ১)

১৩. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৪ (অসংরক্ষিত - ৩, ওবিসি - ১)

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিশিয়াল ওয়েবসাইট।

বয়স সীমা:

অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদের বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও ডেপুটি ম্যানেজার পদের ৩৫ বছর। অন্যান্য পদ্গুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আরও চাকরির খবর জানতে পড়ুন

আবেদন ফি:

১,০০০ টাকা (আবেদনের ফি ৭৫০ টাকা এবং ইন্টিমেশন চার্জ ২৫০ টাকা)। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ২৫০ টাকা দিতে হবে। ডেবিট/ ক্রেডিট/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ট্রানজ্যাকশনের প্রমাণস্বরূপ ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত।

কীভাবে আবেদন করবেন:

বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট:

fssai.gov.in/home/career.html

Government Jobs
Advertisment