FSSAI Recruitment 2019: ফুড সেফটি অথরিটিতে ২৭৫টি শূন্যপদে নিয়োগ

২৫ থেকে ৩৫ বছরের বয়সীরা প্রার্থীপদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল ২০১৯।

২৫ থেকে ৩৫ বছরের বয়সীরা প্রার্থীপদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল ২০১৯।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) দ্বারা ২৭৫টি নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর- DR-02/2019।
নিম্নলিখিত যোগ্যতার যে কোনও ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisment

শূন্যপদের বিস্তারিত তথ্য:

মোট আসন: ২৭৫
১. অ্যাসিস্টেন্ট ডিরেক্টর: ৫ (অসংরক্ষিত - ৪, ওবিসি - ১)
২. অ্যাসিস্টেন্ট ডিরেক্টর (টেকনিক্যাল): ১৫ (অসংরক্ষিত - ৮, ওবিসি - ৩, তপশিলি জাতি - ২, তপশিলি উপজাতি - ১, আর্থিকভাবে অনগ্রসর - ১)
৩. টেকনিক্যাল অফিসার: ১৩০ (অসংরক্ষিত - ৫৫, ওবিসি - ৩৫, তপশিলি জাতি - ১৯, তপশিলি উপজাতি - ৯, আর্থিকভাবে অনগ্রসর - ১২)
৪. সেন্ট্রাল ফুড সেফটি অফিসার: ৩৭ (অসংরক্ষিত - ১৮, ওবিসি - ৯, তপশিলি জাতি - ৫, তপশিলি উপজাতি - ২, আর্থিকভাবে অনগ্রসর - ৩)
৫. অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: ২ (অসংরক্ষিত)
৬. অ্যাসিস্ট্যান্ট: ৩৪ (অসংরক্ষিত - ১৬, ওবিসি - ৯, তপশিলি জাতি - ৪, তপশিলি উপজাতি - ২, আর্থিকভাবে অনগ্রসর - ৩)
৭. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান: ৭ (অসংরক্ষিত - ৫, ওবিসি - ১, তপশিলি জাতি - ১)
৮. হিন্দি ট্রান্সলেটর - ২ (অসংরক্ষিত)
৯. পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: ২৫ (অসংরক্ষিত - ১৩, ওবিসি - ৬, তপশিলি জাতি - ৩, তপশিলি উপজাতি - ১, আর্থিকভাবে অনগ্রসর - ২)
১০. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি): ৫ (অসংরক্ষিত - ৪, ওবিসি - ১)
১১. আইটি অ্যাসিস্ট্যান্ট: ৩ (অসংরক্ষিত)
১২. ডেপুটি ম্যানেজার: ৬ (অসংরক্ষিত - ৫, ওবিসি - ১)
১৩. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৪ (অসংরক্ষিত - ৩, ওবিসি - ১)

শিক্ষাগত যোগ্যতা:

Advertisment

যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিশিয়াল ওয়েবসাইট।

বয়স সীমা:

অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদের বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও ডেপুটি ম্যানেজার পদের ৩৫ বছর। অন্যান্য পদ্গুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আরও চাকরির খবর জানতে পড়ুন

আবেদন ফি:

১,০০০ টাকা (আবেদনের ফি ৭৫০ টাকা এবং ইন্টিমেশন চার্জ ২৫০ টাকা)। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ২৫০ টাকা দিতে হবে। ডেবিট/ ক্রেডিট/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ট্রানজ্যাকশনের প্রমাণস্বরূপ ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত।

কীভাবে আবেদন করবেন:

বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট:

fssai.gov.in/home/career.html

Government Jobs