GAIL recruitment 2018: সিনিয়র ইঞ্জিনিয়র এবং অফিসার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করবে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া কোম্পানী। সম্প্রতি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। শুধুমাত্র ভারতীয় এবং অভিজ্ঞ প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। GAIL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.gailonline.com এ গিয়ে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা।
কাল থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, অনলাইন প্রক্রিয়া চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। Grade E-2 দের জন্য বেতনক্রম ৬০,০০০-১,৮০,০০০, E-1 দের জন্য ৫০,০০০-১,৬০,০০০। নির্বাচিত কর্মীকে GAIL-এর যে কোনও প্রোজেক্ট বা যে কোনও অফিসে নিয়োগ করা হতে পারে।
আরও পড়ুন: SBI Recruitment 2018: SBI-তে চাকরি করতে চান? শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া
GAIL recruitment 2018: পদ সংক্রান্ত বিস্তারিত
সিনিয়র ইঞ্জিনিয়র (কেমিক্যাল): ১৫
সিনিয়র ইঞ্জিনিয়র (মেকানিক্যাল): ৩০
থ্রি সিনিয়র ইঞ্জিনিয়র (ইলেক্ট্রিক্যাল : ২৫
সিনিয়র ইঞ্জিনিয়র (ইনস্ট্রুমেন্টেশন): ১৩
সিনিয়র ইঞ্জিনিয়র (এনভায়রনমেন্ট ইঞ্জিয়ারিং): ২
সিনিয়র ইঞ্জিনিয়র (সিভিল): ৬
সিনিয়র অফিসার (F&S): ৫
সিনিয়র অফিসার (C&P): ৪
সিনিয়র অফিসার (BIS): ৫
সিনিয়র ইঞ্জিনিয়র (টেলিকম/টেলিমেট্রি): ৩
সিনিয়র অফিসার (মার্কেটিং): ৩০
সিনিয়র অফিসার (F&A): ১৫
সিনিয়র অফিসার (HR): ১৫
সিনিয়র অফিসার (Law): ১
সিনিয়র অফিসার (কর্পোরেট কমিউনিকেশন): ১
সিনিয়র অফিসার (মেডিক্যাল সার্ভিস): ২
অফিসার (ল্যাবরেটরি): ২
অফিসার (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ): ২
আবেদন ফি: অসংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য ২০০ টাকা
বয়স: সিনিয়র অফিসার এবং সিনিয়র ইঞ্জিনিয়রদের জন্য বয়সের উর্ধ্বসীমা ২৮ বছর, অফিসারদের জন্য বয়সের উর্ধ্বসীমা ২৩ বছর। অসংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য বয়সের কোনও ছাড় থাকবে না।
শিক্ষাগত যোগ্যতা: ফুলাটাইমে রেগুলার কোর্সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন (CA/ ICWA ছাড়া)। ওপরে উল্লেখিত পোস্টগুলি সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে যান। (gailonline.com/careers/currentOpnning/GAIL-OPEN-MISC-6-2018/DETAILED%20ADVERTISEMENT-%20OPEN-MISC-6-2018.pdf)
অনলাইনে আবেদন করতে নিচের তথ্যগুলো দেখে নিন
(i) বৈধ ফোন নম্বর এবং মেল আইডি
(ii) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের রেফারেন্স নম্বর (e.g., DUXXXXXXXX) (প্রয়োজন হলে)
(iii) সম্প্রতি তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ রঙিন ছবি (3.5 X 4.5 cm) সেলফ অ্যাটেসটেড (JPEG/ JPG/BMP format size upto 50 KB)।.
Read the full story in English
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন