Advertisment

অজস্র সুযোগ! সারা ভারতজুড়ে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ, যোগ্যতা অনুযায়ী আবেদন করুন

আবেদনের নিয়ম থেকে খুঁটিনাটি জেনে নিন

author-image
IE Bangla Web Desk
New Update
jobs in ssc

SSC - বিপুল নিয়োগ

দেশজুড়ে নানান পর্যায়ে সুযোগ রয়েছে সরকারি চাকরির। বিভিন্ন যোগ্যতার মাপকাঠি বেধে দেওয়া হয়েছে। জেনে নিন কোন কোন ক্ষেত্রে কারা, এবং অনলাইন নাকি অফলাইন কীভাবে আবেদন করতে পারবেন জেনে নিন।

Advertisment

Ministry of Home affairs: সেকশন অফিসার, প্রাইভেট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ( ইলেকট্রিক্যাল এবং সিভিল ), পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সমেত মোট ১৫ টি পদে আবেদনের সুযোগ রয়েছে।

পদের যোগ্যতা :- ইন্টিগ্রেটেড চেক পোস্টে ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে।

চাকরির স্থান :- আতারি, যোগবানি, রক্সৌল, আগরতলা এরকম আইসিপিতে পোস্টিং করা যেতে পারে।

আবেদনের শেষ তারিখ :- ২৪ শে জুন।

আবেদনের সাইট :- mha.gov.in

Border security force : বর্ডার সিকিওরিটি ফোর্সের ওয়াটার উইং সেকশনে চলছে নিয়োগ। এক্ষেত্রে শূন্যপদ অনেক রয়েছে। যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে।

বেতন :- পদ অনুযায়ী সকলকে বেতন দেওয়া হবে। লেভেল পে ৪, পে ৬ এবং পে ৩ অনুযায়ী দেওয়া হবে বেতন।

বয়স :- বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বয়সের ধার্য করা হয়েছে। আনুমানিক বয়সের মাপকাঠি ২০ থেকে ২৮ বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী ছার থাকবে।

বিশেষ উল্লেখ্য:- ভারতের নাগরিক হলেই তারা আবেদন করতে পারবেন।

বর্ডার ফোর্স এর নিয়ম অনুযায়ী শারীরিক বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে।

লক্ষাদীপ, গোয়া, দমন দিউ তেও পোস্টিং হতে পারে।

নিজের বয়স সংক্রান্ত সব কিছু সত্যি প্রমাণ করতে হবে।

টেকনিক্যাল শিক্ষা অবশ্যই থাকতে হবে।

Indian Air force : IAF এর তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। Air force common admission test এর পরীক্ষা হবে আগস্টের ২৬ থেকে ২৮ তারিখ। অনলাইন মাধ্যমেই হবে পরীক্ষা। পুরুষ এবং মহিলা দুই বিভাগেই লোক নিয়োগ হবে।

বয়স :- বয়স হতে হবে ২০ থেকে ২৪ বছর।

বিশেষ উল্লেখ্য :- কারেন্ট কমার্শিয়াল পাইলট লাইসেন্স অবশ্যই থাকতে হবে।

পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে।

বেসিক কিছু ট্রেনিং সম্পর্কে জানতে হবে।

আবেদনের শেষ তারিখ :- জুন ৩০

আবেদনের সাইট :- afcat.cdac

Home Ministry jobs IAF Central Government BSF Central govt
Advertisment