Advertisment

'রাজ্যপাল কি হাতের পুতুল?' সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্ন নিয়ে তোলপাড়

ভারতের রাজ্য রাজনীতিতে রাজ্যপালের ভূমিকা কী? তিনি কি শুধুই হাতের পুতুল? বিহারের কথা মাথায় রেখেই সে বিষয়ে পরিক্ষার্থীদের মতামত জানতে চাওয়া হয়েছিল। 

author-image
IE Bangla Web Desk
New Update
civil service

১৪ জুলাই ছিল বিহারের সিভিল সার্ভিস মেইন পরীক্ষা। রবিবারের সেই পরীক্ষার সাধারণ জ্ঞান বিভাগের এক প্রশ্ন নিয়েই তোলপাড় গোটা দেশ। 'রাজ্যপাল কি কেবলই হাতের পুতুল? এ বিষয়ে পরীক্ষার্থীর মতামত জানতে চাওয়া হয়েছে। এ হেন প্রশ্নের খবর ছড়িয়ে পড়তেই রাজনইতিক এবং প্রশাসনিক মহলে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।

Advertisment

মেইন্স পরীক্ষায় জেনারেল নলেজ বিভাগে মোট ২০০ নম্বর ছিল। বিতর্কিত প্রশ্নে ধার্য করা হয়েছিল ৬ নম্বর। ভারতের রাজ্য রাজনীতিতে রাজ্যপালের ভূমিকা কী? তিনি কি শুধুই হাতের পুতুল? বিহারের কথা মাথায় রেখেই সে বিষয়ে পরীক্ষার্থীদের মতামত জানতে চাওয়া হয়েছিল।

চাকরি খাবে না, কিন্তু আপনার বস হয়ে উঠবে রোবট

এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) এক আধিকারিক জানিয়েছেন, যিনি এই সেটের প্রশ্ন তৈরি করেছেন, দায় তাঁর। ওই আধিকারিক জানিয়েছেন, "পর্ষদ বিষয়টি খুঁটিয়ে দেখছে। ওই সেটের প্রশ্ন যে শিক্ষক করেছিলেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে"। তিনি আরও জানিয়েছেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র বানানোর জন্য বিহারের কলেজ থেকে অধ্যাপকদের নিয়োগ করে থাকে কমিশন।

তবে প্রশ্নপত্র বাতিল হবে না। যে যেরকম উত্তর লিখেছে, তার ভিত্তিতেই নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে বিপিএসসি। সাধারণত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তরে পুরো নম্বর দেওয়ার নিয়ম নেই।

প্রসঙ্গত, বিহারের বর্তমান রাজ্যপাল হলেন লালজি ট্যান্ডন।

Read the full story in English

Advertisment