ভারত সরকারের তথ্য এবং সংস্কৃতি বিভাগের তরফে জানানো হয়েছে, কলকাতা ন্যাশনাল লাইব্রেরীতে নিয়োগ করা হবে। ডেপুটেশনের মাত্রা অনুযায়ী এই নিয়োগ করা হবে। দেখে নেওয়া যাক বিস্তারিত।
পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / স্টোর কিপার
স্থান :- কলকাতা ন্যাশনাল লাইব্রেরী।
আবশ্যিক যোগ্যতা:- ম্যাট্রিক্স লেভেল ২ এ কর্মরত
সরকারি বিভাগে তিন বছরের অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে bcom অথবা বুক কিপিং। এক বছরের ডিপ্লোমা সহ স্নাতক। পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ :- জুলাই মাসের ১০ তারিখ পর্যন্ত।
আবেদনের নিয়ম :- অফলাইনে আবেদন করতে হবে। বায়োডাটা তৈরি করে ফর্ম ফিল করতে হবে। তাতে ব্লক লেটারে নিজের নাম, জন্ম তারিখ, চাকরিতে প্রবেশের বয়স - সবকিছুই অফিসিয়াল নোটিশ অনুযায়ী দিতে হবে।
বয়স :- ৫৬ বছরের কম হতে হবে বয়স।
সঙ্গে যা লাগবে :- শিক্ষাগত সমস্ত মার্কশিট।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
বয়সের প্রমাণপত্র - আঁধার অথবা ভোটার কার্ড।
পাসপোর্ট সাইজের ছবি।
কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই।
বেতন :- লেভেল পে ৪ অনুযায়ী ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
আবেদনের স্থান :- সমস্ত ডকুমেন্ট একসঙ্গে করে নিয়ে ন্যাশনাল লাইব্রেরি আলিপুরে জমা দিতে হবে। সঙ্গে পেন অবশ্যই রাখবেন।
বিশেষ উল্লেখ্য :- যারা আবেদনের মাত্রা পূর্ন করতে পারবেন না তাদের অ্যাপ্লিকেশন বাতিল করা হবে।
আবেদনকারী চাইলেই নিজের অ্যাপ্লিকেশন তুলে নিতে পারবেন না।
অফিসিয়াল নোটিশ - < https://www.nationallibrary.gov.in/home/download >