পশ্চিমবঙ্গ-সহ দেশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে লোয়ার ডিভিশন ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর-এর মতো একাধিক শূন্যপদে নিয়োগের জন্য আবেদন নেওয়া হচ্ছে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, কম্বাইন্ড হায়ার সেক্রেটারি লেভেল, ২০২০ পরীক্ষার মাধ্যমে।
বেতনক্রম:
লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে ১৯ হাজার থেকে শুরু। ডেটা এন্ট্রি অপারেটর পদের বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু।
বয়স:
প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্ট অথবা স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা হবে দুটি পর্যায়ে। অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে। তবে নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষার সিলেবাস রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদনের ফি:
১০০ টাকা। এসবিআই চালান, নেটব্যাঙ্কিং, যে কোনও ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি:
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে ছবি স্যাক করে আপলোড করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বরও দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, ২০২০।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন