Advertisment

লকডাউনে সরকারি-বেসরকারি সংস্থায় চলছে নিয়োগ, আবেদন করুন আজই

চাকরির বিভিন্ন ওয়েবসাইটেও দেখানো হচ্ছে শূন্যপদের সংখ্যা প্রায় নেই। কিন্তু সেই পরিস্থিতিতেই এখনও কয়েকটি সংস্থায় রয়েছে আবেদন করার সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
job

প্রতীকী ছবি।

লকডাউনের বাজারে দেশজুড়ে বন্ধ হয়েছে কর্মক্ষেত্র। এমনকি চাকরির বিভিন্ন ওয়েবসাইটেও দেখানো হচ্ছে শূন্যপদের সংখ্যা প্রায় নেই। কিন্তু সেই পরিস্থিতিতেই এখনও কয়েকটি সংস্থায় রয়েছে আবেদন করার সুযোগ। হাসপাতাল, ভারতীয় রেলওয়ে, সেনা, বিএসএফ-সহ একাধিক জায়গায় লোক নিয়োগ করা চলছে। এমনকী ইনফরমেশন টেকনোলজি (আইটি সেক্টর), অনলাইন প্ল্যাটফর্মেরো জোর কদমে চলছে শূন্যপদ পূরণের কাজ।

Advertisment

এই সপ্তাহে কোথায় কোথায় আবেদন করতে পারবেন দেখে নিন-

ইন্ডিয়ান রেলওয়ে কোভিড কেয়ার সেন্টার: মোট ৫৬১টি শূন্যপদের তালিকা প্রকাশ করেছে পূর্ব উপকূলীয় রেলওয়ে। এই মর্মে তাঁরা একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। রেলের কোচে এবং মেডিক্যাল ডিপার্টমেন্টে প্যারামেডিকেল পদে নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের এখনই আবেদন করার কথা জানান হয়েছে। ২২ মে শেষ দিন আবেদন করার।

গোয়া পিএসসি: জিপিএসসি বা গোয়া পাবলিক সার্ভিস কমিশনের তরফে ৬১টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট gpsc.goa.gov.in এখানে আবেদন করতে পারবেন। মাসিক বেতন প্রায় ৩৯১০০ টাকা।

রাসায়ানিক এবং সার উৎপাদন মন্ত্রক: কেন্দ্রীয় সরকারী জায়গাতেও রয়েছে চাকরির সুযোগ। দ্য সেন্টার ইনস্টিটিউট অফ প্লাস্টিকস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে ৫৭টি শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ দিন ২৯ মে। প্রার্থীরা cipet.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

পরিবেশ বিষয়ক মন্ত্রক: বিপুল বেতনের চাকরির জন্য ৪৮টি শূন্যপদের তালিকা প্রকাশ করল সেন্ট্রাল পলিউশন বোর্ড। ২৫ মে শেষ হচ্ছে আবেদনের প্রক্রিয়া। cpcb.nic.in অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন করা যাবে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Government Jobs
Advertisment