মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার ভারতীয় ডাক বিভাগে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে। গ্রামীণ ডাক সেবকের হাজার-হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে দেশজুড়ে। এরাজ্যেও ডাক বিভাগের অধীনে এই নিয়োগ পর্ব চলবে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
গ্রামীণ ডাক সেবক (GDS)পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। মোট ৩০ হাজার ৪১টি পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও যে রাজ্যে নিয়োগ হবে সেই রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদনকারীদের সাইকেল চালাতে জানতে হবে।
আরও পড়ুন- কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ চাই, ঢুকলেই মাসে বেতন প্রায় ১৫ হাজার
বয়সসীমা ও বেতন-
গ্রামীণ ডাক সেবক পদে চাকরির জন্য আবেদনকারীদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সরকারি নিয়ম অনুয়ায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আরও পড়ুন- কয়েক হাজার কর্মী নেবে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, আজই করুন আবেদন
ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে চাকরি মিললে মাসে বেতন হবে ১২ হাজার টাকা থেকে ২৯,৩৮০ টাকা পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে চাকরি মিললে মাসে বেতন হবে ১০ হাজার টাকা থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন- মাধ্যমিক ডিঙোলেই ক্লার্কের চাকরি! সরকারি দফতরে দারুণ সুযোগ মুঠোয়!
আবেদন পদ্ধতি -
চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন- indiapostgdsonline.gov.in
আরও পড়ুন- এরাজ্যেই স্বাস্থ্য বিভাগে তাক লাগানো চাকরি! আবেদনের যোগ্য কারা?
আবেদনের শেষ তারিখ -
গ্রামীণ ডাক সেবক পদে এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ হল ২৩ অগাস্ট, ২০২৩
আরও পড়ুন- Indian Bank-এ যেন সোনার চাকরি! সুযোগ হারালে পস্তাবেন!