চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ভারতীয় নাগরিকত্ব থাকলে পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারা আবেদনের যোগ্য। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা-সহ প্রয়োজনীয় একাধিক তথ্য এই প্রতিবদেনে দেওয়া হল।
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে 'লাইব্রেরিয়ান' পদে কর্মী নিয়োগ করা হবে। সরকারি এই চাকরিতে মোট ২১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আরও চাকরির খবর- সরকারি দফতরে ‘ডেটা এন্ট্রি অপারেটর’-এর চাকরি, আবেদনের যোগ্য কারা?
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরই পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পাস আউট হতে হবে। আবেদনকারীদের নেপালি ভাষায় জ্ঞান থাকতে হবে। কম্পিউটারের কাজ জানাও আবশ্যক।
বেতন ও বয়সসীমা:
১৮ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। জিটিএ-তে লাইব্রেরিয়ান পদে চাকরি মিললে মাসে বেতন হবে ২২ হাজার ৭০০ টাকা।
আরও চাকরির খবর- রাষ্ট্রায়ত্ত সংস্থা SAIL-এ চাকরির সুযোগ, খুঁটিনাটি জেনে দ্রুত আবেদন করতেই পারেন
আবেদন পদ্ধতি:
এই পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। নিজেদের শিক্ষাগত যোগ্যতা-সহ প্রয়োজনীয় যাবতীয় শংসাপত্র স্ক্যান করে (reclibdarjeeling23@gmail.com) ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন।
আরও চাকরির খবর- খড়গপুর IIT-তে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন
আবদনের শেষ তারিখ:
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য আগামী ১২ মে, ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।
এই চাকরির জন্য বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল এই ওয়েবসাইটটি দেখতে পারেন- gtadarjeeling.wb.gov.in