scorecardresearch

এই চাকরিতে বেতন প্রায় ২৩ হাজার, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ

কীভাবে আবেদন? খুঁটিনাটি জেনে ঝটপট পাঠাতে পারেন CV

rural librarian recruitment west bengal 2023
ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ভারতীয় নাগরিকত্ব থাকলে পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারা আবেদনের যোগ্য। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা-সহ প্রয়োজনীয় একাধিক তথ্য এই প্রতিবদেনে দেওয়া হল।

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে ‘লাইব্রেরিয়ান’ পদে কর্মী নিয়োগ করা হবে। সরকারি এই চাকরিতে মোট ২১টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আরও চাকরির খবর- সরকারি দফতরে ‘ডেটা এন্ট্রি অপারেটর’-এর চাকরি, আবেদনের যোগ্য কারা?

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরই পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পাস আউট হতে হবে। আবেদনকারীদের নেপালি ভাষায় জ্ঞান থাকতে হবে। কম্পিউটারের কাজ জানাও আবশ্যক।

বেতন ও বয়সসীমা:

১৮ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। জিটিএ-তে লাইব্রেরিয়ান পদে চাকরি মিললে মাসে বেতন হবে ২২ হাজার ৭০০ টাকা।

আরও চাকরির খবর- রাষ্ট্রায়ত্ত সংস্থা SAIL-এ চাকরির সুযোগ, খুঁটিনাটি জেনে দ্রুত আবেদন করতেই পারেন

আবেদন পদ্ধতি:

এই পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। নিজেদের শিক্ষাগত যোগ্যতা-সহ প্রয়োজনীয় যাবতীয় শংসাপত্র স্ক্যান করে (reclibdarjeeling23@gmail.com) ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন।

আরও চাকরির খবর- খড়গপুর IIT-তে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন

আবদনের শেষ তারিখ:

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য আগামী ১২ মে, ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।
এই চাকরির জন্য বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল এই ওয়েবসাইটটি দেখতে পারেন- gtadarjeeling.wb.gov.in

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Gta librarian recruitment 2023