Advertisment

হেড কনস্টেবল পদে বিপুল নিয়োগ, অনলাইনে আবেদনের নিয়ম জেনে নিন

বিশদে শর্তাবলী জেনে নিন

author-image
IE Bangla Web Desk
New Update
ssc head constable -হেড কনস্টেবল পদে নিয়োগ

হেড কনস্টেবল পদে নিয়োগ

রাজ্যে কনস্টেবল শুন্য পদে নিয়োগ শুরু হয়েছে। আগামী একমাস চলবে অনলাইন মাধ্যমে নিয়োগ। কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই এই নিয়োগ করা হবে। কতদিন এবং কারা আবেদন করতে পারবেন জেনে নিন।

Advertisment

হেড কনস্টেবল পুরুষ এবং মহিলা দুই দিকেই লোক নিয়োগ করা হচ্ছে। পুরুষের ক্ষেত্রে শূন্যপদ ৫৫৯ টি। এবং মহিলার ক্ষেত্রে সেটি ২৭৬। অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে। দিল্লি পুলিশের তত্বাবধানে আয়োজন করা হবে একটি পরীক্ষার, সেটির তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বাকি  তথ্য বিশদে জেনে নিন।

কতদিন করা যাবে আবেদন :- জুন মাসের ১৬ তারিখ পর্যন্ত।

অনলাইনে টাকা জমা দিতে হবে ১৭ তারিখের মধ্যে।

অফলাইনে টাকা জমা দিতে হবে ১৮ তারিখের মধ্যে।

অফালাইনে চালান জমা দিতে হবে ২০ তারিখের মধ্যে।

publive-image

আবশ্যিক যোগ্যতা:-

বয়স :- ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে হবে বয়স।

সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

শিক্ষার যোগ্যতা :- ভারত সরকার এবং যেকোনও রাজ্যের স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ। আরও উচ্চ শিক্ষা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি তিন মিনিট সময়ে ৩০ টা ইংরেজি শব্দ কিংবা ২৫ টা হিন্দি শব্দ টাইপ করতে হবে।

  • উল্লেখ্য, NCC এর যেকোনও সার্টিফিকেট থাকলেই, সে অগ্রাধিকার পাবে।
  • বিশেষ উল্লেখ্য, রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় সূত্রে ডিগ্রি লাভ করলে তারও অগ্রাধিকার থাকবে।

বেতন : লেভেল অনুযায়ী, ২৫,৫০০ থেকে ৮১,১০০

আবেদনের শর্তাবলী:-

https://ssc.nic.in.  - এই সাইটেই আবেদন করতে হবে।

নিয়ম মেনে রঙিন ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। তিনমাসের বেশি পুরনো ছবি হলে চলবে না। ফটো ঠিকঠাক না হলে আবেদনপত্র ক্যানসেল করা হবে।

নিজেদের আগ্রহ সম্পর্কে অনলাইন আবেদনের সময়ই জানাতে হবে।

আবেদন ফি ১০০ টাকা।

অবশ্যই যারা sc st এবং OBC তাদের নিজেদের প্রমাণ স্বরূপ সার্টিফিকেট দিতে হবে।

অফিসিয়াল নোটিশ: < https://www.freejobalert.com/ssc-head-constable-2022/971211/ >

Government Jobs SSC recruitment
Advertisment