scorecardresearch

১৫০ নন-এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করবে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন

নন-এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ ডিসেম্বর সকাল ১০ টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ জানুয়ারি, ২০১৯ বিকেল ৫ টা।

১৫০ নন-এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করবে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন

১৫০ শূন্যপদে নন-এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে হেভি ইঞ্জিনয়ারিং কর্পোরেশন লিমিটেড। আবেদন প্রক্রিয়া শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।

শূন্যপদ: আইটিআই ট্রেনি: ইলেক্ট্রিশিয়ান: ১৩, ফিটার ১৩, মেশিনিস্ট ১০, টার্নার ১০, ফোর্জার, ফোর্জার কাম হিট ট্রিটার: ১, ফাউন্ড্রি ম্যান/মোল্ডার ১০, ওয়েল্ডার ৮, আরসিসি ১

ডিপ্লোমা ইঞ্জিয়ারিং ট্রেনি: মেকানিক্যাল/টুল অ্যান্ড ডাই মেকিং ২৩, সিভিল ৫, মেটালার্জি/ ফাউন্ড্রি, টেকনোলজি/ ফর্জ টেকনোলজি ১০, ইলেক্ট্রিক্যাল ১০, কেমিক্যাল ৭

পার্সোনেল ট্রেনি: শূন্যপদ ১৮, ফিনান্স ট্রেনি: শূন্যপদ ৮ আইটি ট্রেনি: শূন্যপদ ৪

আরও পড়ুন: ৩৭০টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে মহানদী কোলফিল্ড লিমিটেড

ট্রেনিং-এর সময়সীমা ও স্টাইপেন্ড: সবক্ষেত্রেই সময়সীমা তিন বছর। আইটিআই ট্রেনিদের প্রথম বছরে মাসে ৬,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৭,০০০ টাকা, তৃতীয় বছরে ৮,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ডিপ্লোমা ট্রেনিদের প্রথম বছর ৮,০০০ টাকা, দ্বিতীয় বছর ৯,০০০ টাকা, তৃতীয় বছরে ১০,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। পার্সোনেল ট্রেনি, ফিনান্স ট্রেনি ও আইটিদের প্রথম বছর ১০,০০০ টাকা, দ্বিতীয় বছর ১১,০০০ টাকা, তৃতীয় বছরে ১২,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমা: ১ ডিসেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়সের উর্ধ্বসীমা ২৮ বছর, সংরক্ষিত আসনের প্রার্থী এবং ভিন্নভাবে সক্ষম প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট/টাস্ক অবজারভেশন টেস্ট/অ্যাপ্টিটিউড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৮০০ টাকা। তপশিলি জাতি/উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://hecltd.com/jobs-at-hec.php লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও সাক্ষর স্ক্যান করে রাখুন। আবেদনের সময় নির্দিষ্ট স্থানে তা আপলোড করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ ডিসেম্বর সকাল ১০ টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ জানুয়ারি, ২০১৯ বিকেল ৫ টা।

যোগ্যতা এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে দেখে নিন http://www.hecltd.com/ ওয়েবসাইট। এছাড়া আবেদন সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে ইমেল করতে পারেন recruitment@hecltd.com-এ

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Heavy engineering corporation recruitment news