উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ সামনে এনে দিল এরাজ্যের বৃত্তিমূলক ও পেশাদারী প্রশিক্ষণের অন্যতম সেরা সংস্থা প্রণবানন্দ ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বা PIMT। ভারত সেবাশ্রম সংঘের আওতাধীন এই প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে হাতেকলমে প্রসিক্ষণ দিয়ে বেকার তরুণ-তরুণীদের সামনে কর্মসংস্থানের এক নয়া দিগন্ত খুলে দিয়েছে।
ভারত সেবাশ্রম সংঘের আওতাধীন সংস্থা প্রণবানন্দ ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে এবার নিখরচায় মিলছে ট্রেনিং। আইটিসি গ্রুপ ও প্রণবানন্দ ইস্টটিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে বেকার তরুণ-তরুণীদের জন্য বিনা পয়সায় ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস বা FMCG-এর উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ১ মাসের ট্রেনিং দেওয়া হবে। অভিজ্ঞ প্রশিক্ষকরাই ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেবেন।
আরও পড়ুন- আজ মকর সংক্রান্তির পুন্যস্নান, মাহেন্দ্রক্ষণ শেষে দেরি নেই, গঙ্গাসাগরে জনপ্লাবন
হাতেকলমে এই প্রশিক্ষণ চলবে সংস্থার বালিগঞ্জ কেন্দ্রে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পড়াশোনা শেষ করলেই আবেদন করা যাবে এই প্রশিক্ষণের জন্য। FMCG-এর উপর বিশেষ এই প্রশিক্ষণ নিতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।
প্রশিক্ষণ শেষে সংস্থাই তরুণ-তরুণীদের জন্য চাকরির বন্দোবস্ত করবে। এই ট্রেনিংয়ের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ২১ জানুয়ারি। এই প্রশিক্ষণ নিতে গেলে আপনি যোগাযোগ করতে পারেন ৯৩৩১২৫৬৯৩৪ এবং ০৩৩৩৫১০৯৯৫৬ নম্বরে।