scorecardresearch

আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ? আজই এই চাকরির সুযোগ নিন

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ!

protection officer will recruit in jhargram dm offfice in contract basis
ডিএম অফিসে চাকরির সুযোগ।

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ সামনে এনে দিল এরাজ্যের বৃত্তিমূলক ও পেশাদারী প্রশিক্ষণের অন্যতম সেরা সংস্থা প্রণবানন্দ ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বা PIMT। ভারত সেবাশ্রম সংঘের আওতাধীন এই প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে হাতেকলমে প্রসিক্ষণ দিয়ে বেকার তরুণ-তরুণীদের সামনে কর্মসংস্থানের এক নয়া দিগন্ত খুলে দিয়েছে।

ভারত সেবাশ্রম সংঘের আওতাধীন সংস্থা প্রণবানন্দ ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে এবার নিখরচায় মিলছে ট্রেনিং। আইটিসি গ্রুপ ও প্রণবানন্দ ইস্টটিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে বেকার তরুণ-তরুণীদের জন্য বিনা পয়সায় ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস বা FMCG-এর উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ১ মাসের ট্রেনিং দেওয়া হবে। অভিজ্ঞ প্রশিক্ষকরাই ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেবেন।

আরও পড়ুন- আজ মকর সংক্রান্তির পুন্যস্নান, মাহেন্দ্রক্ষণ শেষে দেরি নেই, গঙ্গাসাগরে জনপ্লাবন

হাতেকলমে এই প্রশিক্ষণ চলবে সংস্থার বালিগঞ্জ কেন্দ্রে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পড়াশোনা শেষ করলেই আবেদন করা যাবে এই প্রশিক্ষণের জন্য। FMCG-এর উপর বিশেষ এই প্রশিক্ষণ নিতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।

প্রশিক্ষণ শেষে সংস্থাই তরুণ-তরুণীদের জন্য চাকরির বন্দোবস্ত করবে। এই ট্রেনিংয়ের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ২১ জানুয়ারি। এই প্রশিক্ষণ নিতে গেলে আপনি যোগাযোগ করতে পারেন ৯৩৩১২৫৬৯৩৪ এবং ০৩৩৩৫১০৯৯৫৬ নম্বরে।

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Higher secondary passed students can apply for this job