কোভিডের জেরে বিগত ছ'মাস চাকরির বাজারে ছিল বিশাল মন্দা। কর্মক্ষেত্র ছিল টালমাটাল পরিস্থিতিতে। তবে এবার আনলক পর্যায়ে ঘুরে দাঁড়াচ্ছে এই ক্ষেত্রটি। সরকারি এবং বহু বেসরকারি ক্ষেত্রগুলি শূন্যপদ পূরণের জন্য ইতিমধ্যেই বিজ্ঞাপন প্রকাশ করেছে। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস), ইন্ডিয়ান অয়েল, নীতি আয়োগ, ইউকো ব্যাঙ্ক, রেল সব জায়গাতেই আবার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
নভেম্বরের মধ্যেই শূন্যপদে অনলাইনে আবেদনের যে প্রক্রিয়া তা বন্ধ হয়ে যাবে। তাই সরকারি চাকরি যারা খুঁজছেন অবিলম্বে এই সব পোস্টগুলিতে আবদেন করতে পারেন।
IBPS SO recruitment 2020:
স্পেশালিস্ট অফিসার ক্যাডার পোস্টের জন্য কমন রিক্রুটমেন্ট প্রসেস (CRP) পরীক্ষার জন্য বিজ্ঞাপন দিয়েছে আইবিপিএস ((IBPS)। নভেম্বরের ২ তারিখ থেকেই অনলাইনে শুরু হবে রেজিস্ট্রেশন প্রসেস। যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- ibps.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া বন্ধ হবে ২৩ নভেম্বর। প্রিলিমিনারি পরীক্ষাটি হবে ২৬ এবং ২৭ ডিসেম্বর। মেইনস এর পরীক্ষাটি হবে ২৪ জানুয়ারি।
Indian Oil recruitment:
ইন্ডিয়ান অয়েল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক যোগ্যতা পরীক্ষার (গেট) ২০২১ স্কোরের মাধ্যমে ইঞ্জিনিয়ার এবং অফিসার পদের জন্য নিয়োগ করবে। পরীক্ষাটি ৫,৬,৭ এবং ১২,১৩, ১৪ তারিখ হবে। যারা উত্তীর্ণ হবে তাঁদের গ্রুপ ডিসকাশন, টাস্ক এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। কেমিকাল, সিভিল, ইলেক্ট্রিকাল, ইনস্ট্রুমেন্টেশন এবং মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এই পাঁচ জায়গায় লোক নিয়োগ করা হবে।
NITI Aayog recruitment:
ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া (এনআইটিআই আয়গ) উন্নয়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন অফিসে (ডিএমইও) সিনিয়র রিসার্চ অফিসার এবং রিসার্চ অফিসারের অন্যান্য পদে আবেদন করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। ১৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের প্রক্রিয়া চলছে এবং আবেদনের শেষ তারিখ ২৪ ডিসেম্বর। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- niti.gov.in এ আবেদন করতে পারবেন। প্রার্থীদের প্রাথমিকভাবে চুক্তিভিত্তিকভাবে তিন বছর পর্যন্ত নিয়োগ দেওয়া হবে যা পরবর্তীতে কাজের দক্ষতার উপর বৃদ্ধি করা হবে।
UCO Bank SO recruitment 2020:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক আগ্রহী, যোগ্য প্রার্থীদের বিভিন্ন পদে বিশেষজ্ঞ-অফিসার-স্কেল- I এবং II এর জন্য আবেদন করার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- ucobank.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে মোট ৯৩ টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন