GAIL recruitment 2018: ন্যাচারাল গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (Natural gas transmission company, GAIL) তাদের একাধিক পদে কর্মী নিয়োগ করবে। জুনিয়র ইঞ্জিনিয়র, সুপারিন্টেন্ডেন্ট এবং অন্যান্য পদের জন্য একাধিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, এই পদগুলির জন্য শুধুমাত্র ভারতীয় এবং অভিজ্ঞ প্রার্থীদেরই নেওয়া হবে। আবেদনের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। ওয়েবসাইটটি হল- gailonline.com। গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০১৮।
আবেদন প্রক্রিয়া: ১৬০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিক পর্যায়ে একটি লেখা পরীক্ষা হবে এবং তারপর ট্রেড টেস্ট হবে। পরীক্ষা হবে কলকাতা, নিউ দিল্লি NCR, ভোপাল, মুম্বই, হায়দরাবাদ শহরে।
আরও পড়ুন: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৬৪ জনকে নিয়োগ করবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া
জেনে নিন আসন সংখ্যার বিস্তারিত বিবরণ
জুনিয়র ইঞ্জিয়র (কেমিক্যাল): দুটি আসন
জুনিয়র ইঞ্জিয়র (মেকানিক্যাল): ১টি আসন
ফোরম্যান (ইলেক্ট্রিক্যাল): ৬টি আসন
ফোরম্যান (ইনসট্রুমেন্টেশন): ২৫টি আসন
ফোরম্যান (সিভিল): ২২টি আসন
ফোরম্যান (মেকানিক্যাল): ২টি আসন
জুনিয়র কেমিস্ট: ১০টি আসন
জুনিয়র সুপারিন্টেন্ডেন্ট: ৫টি আসন (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)
জুনিয়র সুপারিন্টেন্ডেন্ট (HR): ২টি আসন
টেকনিশিয়ান (মেকানিক্যাল): ১৭টি আসন
টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন): ১৪টি আসন
টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল): ৬টি আসন
টেকনিশিয়ান – (টেলিকম এবং টেলিমেট্রি): ১৪টি আসন
অ্যাসিস্ট্যান্ট (স্টোর এবং পারচেজ): ১টি আসন
অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট : ১০টি আসন
মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট : ২১টি আসন
এইচ আর অ্যাসিস্ট্যান্ট : ২টি আসন
বয়সসীমা: সংরক্ষিত আসন সহ সমস্ত ছাড় দিয়েও বয়সের উর্ধ্বসীমা ৫৬। বয়স সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য GAIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। তাঁদের ওয়েবসাইটটি হল— http://www.careers.gail.co.in
অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার প্রক্রিয়া: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে (www.onlinesbi.com) লগইন করে আবেদন ফি জমা দিতে হবে।
Read the full story in English
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন