Advertisment

প্রকাশিত হল আরআরবি-র ফলাফল, বিস্তারিত জানুন লিঙ্কে ক্লিক করে

রিজিওনাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRBs) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে অ্যাসিসটেন্ট লোকো পাইলটস এবং টেকনিশিয়ান পোস্টের (গ্রুপ-সি) রেজাল্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

RRB ALP, Technician result 2018

RRB ALP, Technician result 2018: রিজিওনাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRBs) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে অ্যাসিসটেন্ট লোকো পাইলটস এবং টেকনিশিয়ান পোস্টের (গ্রুপ-সি) রেজাল্ট। গ্রুপ ডি level-1 পোস্টের পরীক্ষাও সম্পূর্ণ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট কন্ট্রোল বোর্ড। পাশাপাশি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ২০১৯-এর জানুয়ারি মাসে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। অন্যদিকে CB-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ১২ থেকে ২৪ ডিসেম্বর।

Advertisment

গত মার্চে প্রায় লক্ষাধিক শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এর পর্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭.৫৬ লক্ষ (Group C posts)। এ বছর পরীক্ষা হয় ৯ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর।

আরও পড়ুন: RRB Group D Exam 2018: রেকর্ড গড়ল আরআরবি, পরীক্ষার্থী ১.৮৯ কোটি

এই লিঙ্ক থেকে সরাসরি রেজাল্টের লিঙ্কে যেতে পারেন।

RRB এলাহাবাদ: (https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/f384c49a3b65dc67b5644476a6416025fcbf5ce1d08469a4531006f7eca795c8.pdf)

RRB মুম্বই: (https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/df69c7de3acaacb35a4de4dd06904c4474fb44f9c7b174509616d555b1ca79d7.pdf)

RRB গুয়াহাটি: (http://www.rrbguwahati.gov.in/documents/RRB_GUWAHATI_Final.pdf)

RRB জম্মু: (https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/18da2d2fa6e870c8f9258ee2d01bd9a38d12f0b074611e3007b30c4cb3837ae4.pdf)

আরআরবি মালদা (www.rrbmalda.gov.in)

আরআরবি গুয়োহাটি (www.rrbguwahati.gov.in)

আরআরবি জম্মু (www.rrbjammu.nic.in)

আরআরবি কলকাতা (www.rrbkolkata.gov.in)

আরআরবি মুম্বই (www.rrbmumbai.gov.in)

আরআরবি মুজফ্ফরপুর (www.rrbmuzaffarpur.gov.in)

আরআরবি পাটনা (www.rrbpatna.gov.in)

আরআরবি রাঁচি (rrbranchi.gov.in)

আরআরবি সেকেন্দ্ররাবাদ (rrbsecunderabad.nic.in)

আরআরবি আমেদাবাদ (www.rrbahmedabad.gov.in)

আরআরবি আজমের (rrbajmer.gov.in)

আরআরবি এলাহাবাদ (rrbald.gov.in)

আরআরবি বেঙ্গালুরু (rrbbnc.gov.in)

আরআরবি ভোপাল (www.rrbbpl.nic.in)

আরআরবি ভুবনেশ্বর (www.rrbbbs.gov.in)

আরআরবি বিলাসপুর (www.rrbbilaspur.gov.in)

আরআরবি চন্ডিগড় (www.rrbcdg.gov.in)

আরআরবি চেন্নাই (www.rrbchennai.gov.in)

আরআরবি গোরখপুর (www.rrbguwahati.gov.in)

আরআরবি শিলিগুড়ি (www.rrbsiliguri.org)

আরআরবি তিরুবনন্তপুরম (rrbthiruvananthapuram.gov.in)

আরও পড়ুন: আরআরবি গ্রুপ ডি-এর অ্যাডমিট কার্ডের জন্য কোন ওয়েবসাইটে যাবেন? জেনে নিন

প্রসঙ্গত, মার্চেই শেষ হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) গ্রুপ সি-র Alp এবং টেকনিশিয়ান নিয়োগের পরীক্ষা। পাশাপাশি শুরু হয়েছে আরআরবি গ্রুপ ডি-র পরীক্ষাও। বোর্ডের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার গ্রুপ-ডি-তে ১.৮৯ কোটি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। আর এত সংখ্যক পরীক্ষার্থী রেলওয়ের ইতিহাসে এই প্রথম। লেভেল-১ পদের জন্য আসন ছিল ৬২,৯০৭টি।

Read the full story in English

চাকরি সংক্রান্ত সমস্ত খবরের জন্য এখানে  ক্লিক করুন

Advertisment