হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে একাধিক পদে নিয়োগ চলছে। তবে নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। স্টাফ নার্স, জিএনএম, ল্যাবরেটরি টেকনিশিয়ানের মোট শূন্যপদের সংখ্যা ৭১টি। আবেদন করতে পারেন আজই। জানুন বিস্তারিত।
আরও পড়ুন: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ৮০টি শূন্যপদে নিয়োগ
যোগ্যতা, বয়সসীমা, বেতন
স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম পাশ বা ডব্লুএনসি থেকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেসন থাকতে হবে। ১ জানুয়ারি ২০১৮ অনুযায়ী প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৬8 বছর, মাসিক বেতন ১৭,২২০ টাকা।
জিএনএম: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম পাশ বা ডব্লুএনসি থেকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেসন থাকতে হবে। থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। ১ জানুয়ারি ২০১৮, অনুযায়ী প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছর। মাসিক বেতন ১৬,৮৬০+৩০০ টাকা।
ল্যাবরেটরি টেকনিশিয়ান: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/ম্যাথামেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি বা এআইসিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিস এবং ইন্টারনেট সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক। বেতন ৯,৩৮০ টাকা।
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের শতাধিক শূন্যপদে চাকরির সুযোগ
অনলাইনে আবেদন করতে হবে। উপরোক্ত পদগুলি ছাড়া ১টি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো অর্ডিনেটর (অসংরক্ষিত), ১টি ডিস্ট্রিক কনসালট্যান্ট (অসংরক্ষিত), ১টি ফেসিলিটি নেভেল কোয়াটিলি ম্যানেজার (অসংরক্ষিত)-এর পদ রয়েছে।
আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা লিঙ্ক রয়েছে, সেখানে গিয়েই আবেদন করতে হবে, বিস্তারিত জানুন এই লিঙ্কে
http://onlineapplication.healthyhowrah.org/#loaded