হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
Graduate Apprentices (Non Engineering) পদে কর্মী নিয়োগ করবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বিএ, বি কম, বি এস সি বিষয়ে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে।
আরও চাকরির খবর- বিপুল অঙ্কের বেতনে রাজ্যের বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদনের যোগ্য কারা?
বয়সসীমা ও মাসিক ভাতা-
১৮ থেকে ২৫ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে তফসিলি জাতিভুক্তদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই পদে নিয়োগ মিললে মাসিক ভাতা হবে ২৩ হাজার টাকা।
আরও চাকরির খবর- ন্যূনতম মাধ্যমিক পাশেই Post Office-এ চাকরি, ঝটপট পড়ুন প্রতিবেদন
আবেদন পদ্ধতি-
উপরোক্ত পদে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://jobs.hpcl.co.in/Recruit_New/tatlogin.jsp দেখতে পারেন। এই ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করাতে হবে। প্রাথমিকভাবে ২ বছরের জন্য এই পদে নিয়োগ করা হবে।
আরও চাকরির খবর- IDBI ব্যাঙ্কে লোভনীয় চাকরির সুযোগ, মাইনে জানলে মাথা ঘুরে যাবে!
আবেদনের শেষ তারিখ- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে Graduate Apprentices (Non Engineering) পদে আবেদনের শেষ তারিখ ৩ জুন, ২০২৩।
আরও চাকরির খবর- বিরাট বেতন! কেন্দ্রের বিদ্যুৎ দফতরে কর্মী নিয়োগ, আবেদনের যোগ্য কারা?