Advertisment

আইবিতে ১,০৫৮ টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

১০ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে মাধ্যমিক/সমতুল্য পাশ হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের জন্য নির্ধারিত ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
JOB

কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরোর বিভিন্ন রাজ্যে অবস্থিত সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোগুলির জন্য ১,০৫৮ জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে। এই পদের বেতন ৫,২০০-২০,২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ২,০০০ টাকা এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য ভাতা রয়েছে, যেগুলি এক্ষেত্রে সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী পরিবর্তন সাপেক্ষ।

Advertisment

শূন্যপদ রয়েছে কলকাতা, শিলিগুড়ি, আগরতলা, ভুবনেশ্বর, ডিব্রুগড়, গ্যাংটক, ইম্ফল, ইটানগর, আইজল, শিলং, পাটনা, রাঁচি এবং অন্যান্য। যে কোনও একটি কেন্দ্রের শূন্যপদের জন্য আবেদন করা যাবে, শূন্যপদের বিভাজন জানা যাবে https://mha.gov.in/sites/default/files/VacanciesSecurityAssistant_18102018.pdf-এখানে। আবেদন করার পর কেন্দ্র বদল করা যাবে না। কোনওরকম শারীরিক প্রতিবন্ধীরা আবেদন করবেন না।

আরও পড়ুন: Canara Bank PO Recruitment 2018: ব্যাঙ্কে ৮০০টি শূন্যপদে চাকরির সুবর্ণ সুযোগ

যোগ্যতা: ১০ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে মাধ্যমিক/সমতুল্য পাশ হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের জন্য নির্ধারিত ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। (যেমন পরীক্ষা কেন্দ্র কলকাতা হলে বাংলা/নেপালি/সিলেটি/রোহিঙ্গা/চাটগাঁই/, শিলিগুড়ির ক্ষেত্রে বাংলা/ নেপালি/ রাজবংশী/ বোড়ো, আগরতলার জন্য বাংলা/লুশাই/মেইতেই/কব্রু/কোকবরক/চাটগাঁই)। গোয়েন্দাগিরির অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

বয়সসীমা ১০ নভেম্বর ২০১৮ অনুযায়ী হতে হবে ২৭ বছরের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথমে টিয়ার ওয়ান পরীক্ষা হবে, ২ ঘণ্টায় ১ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। বিষয় জেনেরাল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, লজিকাল/অ্যানালিটিকাল এবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। নেগেটিভ মার্কিং থাকবে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র, ইত্যাদি জানানো হবে ইমেলে। টিয়ার ওয়ান পরীক্ষায় উত্তীর্ণ হলে টিয়ার টু পরীক্ষা হবে। সেখানে ৫০ নম্বরের মধ্যে অন্তত ২০ পেলে তবেই টিয়ার থ্রি পরীক্ষায় ডাকা হবে প্রার্থীকে।

আরও পড়ুন: RRB Recruitment 2018: ১,৭৮৫ শূন্যপদে কর্মী নিয়োগ রেলের

আবেদন ফি: ৫০ টাকা, রেজিস্ট্রেশনের একদিন পর অনলাইন বা অফলাইন, দুই পদ্ধতিতেই আবেদন ফি জমা দিতে পারবেন। অফলাইনে ফি দেওয়ার জন্য ব্যাঙ্ক চালান ডাউনলোড করতে হবে। ফি জমা দেওয়া যাবে স্টেট ব্যাঙ্কের যে কোনও শাখায়। বিশদ জানতে লগ ইন করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। মহিলা, তপশিলি ও প্রাক্তন সামরিক কর্মীদের কোনও ফি দিতে হবে না। mha.gov.in বা ncs.gov.in-এ ভিজিট করে আবেদন করুন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর রাত ১১.৫৯ পর্যন্ত। আবেদনের পর পাসওয়ার্ড রেজিস্ট্রেশন আইডি নিজের কাছে রেখে দিন। আবেদন সম্পূর্ণ হলে প্রিন্টআউট বের করে নিন।

Advertisment